এনডিসি
জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজস্ব পরিচয় তৈরি করুন: এনডিসি স্নাতকদের রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের (এএফডব্লিউসি) স্নাতকদের নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তাদের নিজস্ব পরিচিতি তৈরি করতে বলেছেন।
তিনি বলেছেন, ‘আমি আশা করি এই মর্যাদাপূর্ণ কোর্সের স্নাতকরা তাদের নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।’
আরও পড়ুন: দ. কোরিয়ায় পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
মঙ্গলবার বিকালে বঙ্গভবনের দরবার হলে তাঁর সঙ্গে এনডিসি ও এএফডব্লিউ কোর্স-২০২২-এর স্নাতকদের সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন।
এ অঞ্চলে বাংলাদেশকে দ্রুত বর্ধনশীল উদীয়মান অর্থনীতি হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি হামিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য ও বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশ বিগত বছরগুলোতে উচ্চ জিডিপি প্রবৃদ্ধি অর্জনে সাফল্য অর্জন করেছে এবং আর্থ-সামাজিক উন্নয়নেও অসাধারণ সাফল্য অর্জন করেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত।
তিনি আরও বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে অগ্রসর হচ্ছে, কারণ সরকার বিশ্ব অর্থনৈতিক সম্প্রদায়ের সক্রিয় অংশীদার হওয়ার লক্ষ্যে তার লক্ষ্য পূরণে সুনির্দিষ্ট ও সমন্বিত কর্মসূচি গ্রহণ করেছে।
এখানে কোর্সের সফল সমাপ্তির জন্য সকল কোর্স সদস্যদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘আপনারা এনডিসিতে থাকার সময় মূল্যবান পেশাদার জ্ঞান সংগ্রহ করেছেন এবং এখান থেকে আপনি জ্ঞান ও অভিজ্ঞতার বিস্তৃত বর্ণালী যোগ করেছেন।’
'বাংলাদেশ শান্তিতে বিশ্বাস করে' উল্লেখ করে হামিদ বলেন, ‘আমি এটা বলতে গর্বিত যে আমাদের সশস্ত্র বাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পারস্পরিক শ্রদ্ধা ও পেশাগত উৎকর্ষতা তুলে ধরে বিশ্ব শান্তি ও সম্প্রীতি রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ’
জাতীয় উন্নয়নের পাশাপাশি জাতীয় নিরাপত্তার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডারও বলেছেন, ‘রাষ্ট্রীয় প্রশাসন এবং জাতীয় নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তাদের জন্য একই সঙ্গে অর্থনৈতিক মুক্তি, জাতীয় উন্নয়ন এবং জাতীয় নিরাপত্তার জ্ঞান প্রদান ও প্রয়োগ করা গুরুত্বপূর্ণ।’
রাষ্ট্রপতি আরও বলেন, এখানে থাকার সময় গ্র্যাজুয়েটদের হৃদয়ে বাংলাদেশের প্রতি সহানুভূতি ও কৃতজ্ঞতার অনুভূতি বেড়েছে এবং অংশগ্রহণকারীদের নিজ নিজ অবস্থানে আমাদের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করতে সাহায্য করবে, এটাই প্রত্যাশা।
এশিয়া, আফ্রিকা ও ইউরোপের কিছু দেশ থেকে ১৭টি দেশের প্রায় ৩২ জন অংশগ্রহণকারী কোর্সে অংশ নিয়েছিল।
অনুষ্ঠানে ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কিছু উপাচার্য ও শিক্ষকের কর্মকাণ্ডে সমাজে তাদের প্রতি সম্মান ক্রমশ কমছে: ঢাবি সমাবর্তনে রাষ্ট্রপতি
স্বাস্থ্য পরীক্ষা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি
২ বছর আগে
প্রেক্ষিত পরিকল্পনা: সশস্ত্র বাহিনীর সদস্যদের ‘অগ্রসেনা’ হিসেবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য প্রেক্ষিত পরিকল্পনা ২০৪১ বাস্তবায়নে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের ‘অগ্রসেনা’ হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘আমি আশা করি আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ২০৪১ এর প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়নে অগ্রসেনা হিসেবে কাজ করে যাবেন।’
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি)-২০২১-এর গ্র্যাজুয়েশন সেরিমনিতে এসব কথা বলেন।
মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) শেখ হাসিনা কমপ্লেক্সে এ গ্র্যাজুয়েশন অনুষ্ঠান হয়।
আরও পড়ুন: বাংলাদেশ সেনাবাহিনীকে জনগণের বাহিনী হতে হবে: প্রধানমন্ত্রী
শেখ হাসিনা বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি যেকোনো সংকটে সর্বোচ্চ আত্মত্যাগের জন্য সদা প্রস্তুত থাকেন।
তিনি বলেন, ‘তারা কোভিড-১৯ মহামারি মোকাবিলায় প্রথম সারির যোদ্ধা হিসেবে বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিয়েছিলেন এবং সেই কাজের জন্য প্রশংসা অর্জন করেছে। তারা দুর্যোগ মোকাবিলা ছাড়াও দেশের অবকাঠামোগত ও আর্থ-সামাজিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।’
এবারে ২৭ জন বিদেশি সামরিক সদস্যসহ মোট ৮৮ জন প্রশিক্ষণার্থী এনডিসি এবং এএফডব্লিউসিতে ৫৫ জন অংশগ্রহণ করেছেন।
এ পর্যন্ত ২৪টি বন্ধুপ্রতিম দেশের ৩৮৩ জন সশস্ত্র বাহিনীর সদস্য এনডিসিতে উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
অনুষ্ঠানে তিন বাহিনী প্রধান এবং এনডিসি কমান্ড্যান্ট উপস্থিত ছিলেন।
পড়ুন: শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রত্যন্ত অঞ্চলের সব মানুষকে বিদ্যুৎ দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
৩ বছর আগে