ফেয়ার ওয়ার ফাউন্ডেশন
৮৪ শতাংশ নারী যৌন হয়রানির শিকার: বিএনডব্লিউএলএ
দেশে চলতি বছরে জানুয়ারি থেকে অক্টোবর ১০ মাসে প্রায় এক হাজার ১৮২ ধর্ষণ সংক্রান্ত ঘটনা ঘটেছে। তার মধ্যে ৯৫৫ ধর্ষণ, ২০০ সংঘবদ্ধ ধর্ষণ এবং ধর্ষণ চেষ্টা ছিল ২৫৯। এক কথায় দিনে চারটি ধর্ষণের ঘটনা ঘটেছে।
একই সময়ে ৮৪ শতাংশ নারী রাস্তাঘাট, যানবাহন, শিক্ষা প্রতিষ্ঠান,কর্মক্ষেত্রে এমনকি বাড়িতেও যৌন হয়রানির শিকার হয়েছেন।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় মহিলা আইনজীবী সমিতির (বিএনডব্লিউএলএ) উদ্যোগে আয়োজিত 'বাংলাদেশে যৌন হয়রানি: বর্তমান প্রেক্ষাপট ও প্রতিরোধে করণীয়' শীর্ষক এক বৈঠকে এসব তথ্য তুলে ধরা হয়।
আরও পড়ুন: যৌন হয়রানির অপমান সইতে না পেরে জয়পুরহাটে স্কুলছাত্রীর আত্মহত্যা
চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ পরিসংখ্যান তুলে ধরা হয়।
বিএনডব্লিউএলএ এর সভাপতি আইনজীবী সালমা আলী বৈঠকে এ পরিসংখ্যান তুলে ধরেন।
তিনি বলেন, বর্তমানে দেশের প্রতিটি ক্ষেত্রে নারীদের প্রতি সহিংসতা উদ্বেগজনক হারে বাড়ছে। এখনি সময় নারীদের রুখে দাড়ানোর।
আরও পড়ুন: যৌন হয়রানি রোধে হাইকোর্টের রায় বাস্তবায়ন চেয়ে রিট আসকের
৩ বছর আগে