অনলাইন নিউজ পোর্টাল
অনলাইন নিউজ পোর্টাল পরিচালনায় শৃঙ্খলা আনার পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী
কিশোরগঞ্জ থেকে নির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নুর এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, অনলাইন নিউজ পোর্টাল পরিচালনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে সরকারের।
বুধবার (৩১ মে) সংসদে এ কথা বলেন তথ্যমন্ত্রী।
আরও পড়ুন: স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্রের জন্য অপরিহার্য: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী বলেন, মিথ্যা ও বানোয়াট খবর ছড়িয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্নকারী ২৩৯টি অনলাইন নিউজ পোর্টালের ডোমেইন বরাদ্দ বাতিল করতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাধ্যমে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) অনুরোধ করা হয়েছে।
এ ছাড়া কোনো অনলাইন পত্রিকা বা পোর্টালে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগ থাকলে তা বন্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী।
আরও পড়ুন: সরকারের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ ও মানবিক রাষ্ট্র: তথ্যমন্ত্রী
মার্কিন ভিসা নীতি বিএনপির ওপরই বড় চাপ তৈরি করেছে: তথ্যমন্ত্রী
১ বছর আগে
মানহানির মামলা থেকে খালাস পেলেন ইউএনবি’র চট্টগ্রাম প্রতিনিধি
মানহানির একটি মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন সংবাদ সংস্থা ইউএনবি’র চট্টগ্রাম প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল পাঠক ডট নিউজ সম্পাদক সাইফুল ইসলাম শিল্পীসহ চারজন।
শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার এক গৃহবধূর পক্ষে পাঠক ডট নিউজসহ অন্যান্য সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের জেরে সীতাকুণ্ডের নূরুল আলমের করা মানহানির মামলা রবিবার (২৭ নভেম্বর) দুপুরে খারিজ করে দিয়ে মামলা থেকে চারজনকে আব্যাহতি দেন চট্টগ্রাম বিচারিক হাকিম আদালত ১ম এর বিচারক বেগম জিহান সানজিদা।
আরও পড়ুন: ময়মনসিংহে হত্যা মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন
সাংবাদিকদের পক্ষে মামলা পরিচালনাকারী মানবাধিকার নেতা অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান বলেন, মামলাটি মূলত সাংবাদিকদের হয়রানি করার উদ্দেশ্যে দায়ের করা হয়েছিল। যে অভিযোগে মামলা করা হয়েছে সে মোতাবেক আইনের ধারা অনুসরণ করা হয়নি। আমরা বিজ্ঞ আদালতে তা বুঝাতে সক্ষম হয়েছি। আদালত আমাদের আবেদন আমলে নিয়ে মামলাটি খালাস করে দেন।
তিনি আরও বলেন, সংবাদপত্র ও সাংবাদিকদের বিরুদ্ধে মামলা বা আইনী ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রেস কাউন্সিল রয়েছে। মানুষ প্রেস কাউন্সিলে অভিযোগ না করে শুধুমাত্র হয়রানি করার জন্য সিভিল আদালতে মামলা করে। এটি একটি খারাপ নজির।
খালাস পাওয়া অন্যরা হলেন- ‘উইমেন ভয়েস বিডি ডট কম এর সম্পাদক সৈয়দা সাজিয়া আরফিন ও সাংবাদিক সৈয়দা ফাতেমাতুজ জোহরা ও নির্যাতিতা গৃহবধূ ফারজানা আক্তার।
সাংবাদিকদের পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন, অ্যাডভোকেট এ, এম জিয়া হাবীব আহসান, অ্যাডভোকেট এ এই এম জসিম উদ্দিন, অ্যাডভোকেট এম হাসান আলী, অ্যাডভোকেট মো. বদরুল হাসান, অ্যাডভোকেট জিয়া উদ্দিন আরমানসহ অসংখ্য আইনজীবী।
আরও পড়ুন: ফটো সাংবাদিক শহিদুল আলমের মামলার তদন্ত চলবে: আপিল বিভাগ
পাবনায় বিএনপির ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
২ বছর আগে
আইন অনুযায়ী অনলাইন নিউজ পোর্টাল টক শো ও বুলেটিন প্রচার করতে পারে না: তথ্যমন্ত্রী
আইন অনুযায়ী সংবাদপত্রের অনলাইন ভার্সন ও নিউজ পোর্টাল টক শো ও সংবাদ বুলেটিন প্রচার করতে পারে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী নীতিমালার গেজেটটি তুলে ধরে বলেন, ‘সম্প্রতি এসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (এটকো) নেতৃবৃন্দ আমাদের নজরে এনেছেন যে কিছু পত্রিকার অনলাইন ভার্সন ও নিউজপোর্টাল অনলাইনে ‘টক শো’ এমন কি কেউ কেউ নিউজ বুলেটিনও প্রচার করছে; যার কোনো অনুমতি নেই। অনলাইন গণমাধ্যম নীতিমালার দ্বিতীয় অনুচ্ছেদের দুই, চার ও ছয় উপধারার বিধান অনুসারে তারা এ ধরণের কিছু প্রচার করতে পারে না।’
আরও পড়ুন: সাংবাদিক ফজলে এলাহীর প্রতি যাতে অন্যায় না হয়, দেখবেন তথ্যমন্ত্রী
হাছান মাহমুদ বলেন, ডিজিটাল যুগে সংবাদের সঙ্গে সংশ্লিষ্ট ভিডিও ক্লিপ দিলে আমি মনে করি সেটিতে নিয়মনীতির ব্যত্যয় হয় না। কিন্তু একেবারে টক শো কিংবা নিউজ বুলেটিন প্রচার করা নীতিমালা অনুমোদন করে না।
তিনি বলেন, আমরা কোনো তদন্ত ছাড়াই পত্রপত্রিকার অনলাইন ভার্সনগুলোর নিবন্ধন দিয়েছিলাম এই শর্তে যে পত্রিকায় যে সংবাদ প্রকাশ পায় সেটিই অনলাইনে প্রকাশ পাবে, সেটি ভিন্ন হওয়ার কথা নয়।
তথ্যমন্ত্রী বলেন, এটকো এ বিষয়ে তাদের উত্থাপিত মৌখিক আপত্তি লিখিত আকারে দিলে আইনের ধারা-উপধারা উল্লেখ করে মন্ত্রণালয় সংশ্লিষ্টদের জানাবে।
আরও পড়ুন: অনুসন্ধানী সাংবাদিকতা তুলে আনে মানুষের না বলা কাহিনী: তথ্যমন্ত্রী
২ বছর আগে
৮৪ শতাংশ নারী যৌন হয়রানির শিকার: বিএনডব্লিউএলএ
দেশে চলতি বছরে জানুয়ারি থেকে অক্টোবর ১০ মাসে প্রায় এক হাজার ১৮২ ধর্ষণ সংক্রান্ত ঘটনা ঘটেছে। তার মধ্যে ৯৫৫ ধর্ষণ, ২০০ সংঘবদ্ধ ধর্ষণ এবং ধর্ষণ চেষ্টা ছিল ২৫৯। এক কথায় দিনে চারটি ধর্ষণের ঘটনা ঘটেছে।
একই সময়ে ৮৪ শতাংশ নারী রাস্তাঘাট, যানবাহন, শিক্ষা প্রতিষ্ঠান,কর্মক্ষেত্রে এমনকি বাড়িতেও যৌন হয়রানির শিকার হয়েছেন।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় মহিলা আইনজীবী সমিতির (বিএনডব্লিউএলএ) উদ্যোগে আয়োজিত 'বাংলাদেশে যৌন হয়রানি: বর্তমান প্রেক্ষাপট ও প্রতিরোধে করণীয়' শীর্ষক এক বৈঠকে এসব তথ্য তুলে ধরা হয়।
আরও পড়ুন: যৌন হয়রানির অপমান সইতে না পেরে জয়পুরহাটে স্কুলছাত্রীর আত্মহত্যা
চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ পরিসংখ্যান তুলে ধরা হয়।
বিএনডব্লিউএলএ এর সভাপতি আইনজীবী সালমা আলী বৈঠকে এ পরিসংখ্যান তুলে ধরেন।
তিনি বলেন, বর্তমানে দেশের প্রতিটি ক্ষেত্রে নারীদের প্রতি সহিংসতা উদ্বেগজনক হারে বাড়ছে। এখনি সময় নারীদের রুখে দাড়ানোর।
আরও পড়ুন: যৌন হয়রানি রোধে হাইকোর্টের রায় বাস্তবায়ন চেয়ে রিট আসকের
৩ বছর আগে