গভীর শোক
সাঈদীর মৃত্যুতে বিএনপির শোক
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিএনপি।
মঙ্গলবার সকালে গণমাধ্যমে পাঠানো পৃথক শোকবার্তায় সাঈদীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
এই প্রথম জামায়াতের কোনো দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীর মৃত্যুতে বিএনপি শোক প্রকাশ করেছে। এর আগে যখন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি কার্যকর করা হয়েছিল তখন দলটি নিরব ছিল।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৮টা ৪০ মিনিটে মারা যান সাঈদী।
আরও পড়ুন: ঢাকায় সাঈদীর গায়েবানা জানাজা হবে না: ডিএমপি প্রধান
এক শোকবার্তায় ফখরুল বলেন, কারাবন্দী অবস্থায় সাঈদীর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।
জামায়াতের এই নেতাকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম হিসেবে বর্ণনা করে তিনি বলেন, সাঈদী বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের মানুষকে ইসলামের আলোকিত পথে উদ্বুদ্ধ করেছেন।
ফখরুল বলেন, ‘ধর্মপ্রাণ মানুষের প্রতি সহমর্মী এই মানুষটি জনসাধারণের মধ্যে বিশুদ্ধ ইসলামি জ্ঞানের চর্চা ও প্রচারে নিজেকে নিবেদিত রেখেছিলেন।’
বিএনপির এই নেতা বলেন, ‘জাতীয় সংসদে তিনি ছিলেন ধৈর্যশীল ও তেজস্বী বক্তা।’
ফখরুল বলেন, ‘গুরুতর অসুস্থ মরহুম দেলাওয়ার হোসেন সাঈদী গত ১৩ বছর বন্দি অবস্থায় থাকলেও তাকে কোনো সুচিকিৎসা দেওয়া হয়নি। তার মৃত্যু স্বৈরশাসনের এক নির্দয় নজিরবিহীন দৃষ্টান্ত হয়ে থাকবে।’
আরও পড়ুন: যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন
সাঈদীর মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স ঘিরে সমর্থকদের বিক্ষোভ: শাহবাগে মোটরসাইকেলে আগুন
৫৯৮ দিন আগে
পিরোজপুর আ.লীগ নেতার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
পিরোজপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার রাতে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাকিম হাওলাদার (৭৬)।
শেখ হাসিনা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং আওয়ামী লীগ নেতা ও তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
হাকিম হাওলাদারের মৃত্যুতে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমও শোক প্রকাশ করেছেন।
আরও পড়ুন: আলাউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ডা. এস এ মালেকের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
৮৩৮ দিন আগে
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে শুক্রবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৬৭ বছর বয়সী জাপানের সাবেক প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলীয় শহর নারাতে একটি প্রচারাভিযানের বক্তব্য দেয়ার সময় নৌবাহিনীর এক সাবেক কর্মীর হাতে গুলিবিদ্ধ হন। এর পাঁচ ঘণ্টা পর দেশটির একটি হাসপাতালের চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
হত্যার চেষ্টার সন্দেহে নারা প্রিফেকচারাল পুলিশ ৪১ বছর বয়সী তেতসুয়া ইয়ামাগামি নামক এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
পড়ুন: গুলিবিদ্ধ শিনজো আবে মারা গেছেন
শিনজো আবের মৃত্যুতে জাতীয় শোক ঘোষণা ভারতে
১০০১ দিন আগে
সাবেক সাংসদ দেলোয়ার হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ দেলোয়ার হোসেনের মৃত্যুতে শুক্রবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৭১৫ দিন আগে
অস্ট্রেলিয়ায় দাবানলে প্রাণহানিতে ঢাকার শোক
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়ায় দাবানলে প্রাণহানির ঘটনায় সোমবার গভীর শোক জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ড. একে আবদুল মোমেন।
১৯১৫ দিন আগে