স্ত্রীর নগ্ন ভিডিও ছড়িয়ে দেয়ায় স্বামীর কারাদণ্ড
রাজশাহীতে স্ত্রীর নগ্ন ভিডিও ছড়িয়ে দেয়ায় স্বামীর কারাদণ্ড
রাজশাহীর চারঘাট উপজেলায় সাবেক স্ত্রীর নগ্ন ভিডিও ছড়িয়ে দেয়ার অপরাধে সাবেক স্বামীকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এর পাশাপাশি তাকে পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
রাজশাহীর সাইবার ট্রাইবুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান বৃহস্পতিবার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মো. মানিক (৪০) চারঘাট উপজেলার ঝিকড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে কথিক চিকিৎসককে জরিমানা ও কারাদণ্ড
ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, মানিকের সাথে তার স্ত্রীর ছয় বছর আগে বিয়ে হয়। বিয়ের সময় তার স্ত্রী জানতেন না তার স্বামী মানিকের নামে ধর্ষণ মামলাসহ আরও তিনটি মামলা রয়েছে। তার আরও দুটি স্ত্রীর কথাও তিনি জানতে না। এসব নিয়ে দাম্পত্য কলহ দেখা দিলে ২০১৫ সালের ১৮ আগস্ট মানিককে তালাক দেন তার তৃতীয় স্ত্রী। তালাক দেয়ার পর সাবেক স্ত্রীর ধারণ করা নগ্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন মানিক। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ২০১৬ সালে ২১ জানুয়ারি চারঘাট মডেল থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করেন।
আরও পড়ুন: বাবরের ৮ বছরের কারাদণ্ড
রায় ঘোষণার পর আসামিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।
৩ বছর আগে