নভেম্বরে প্রায় ৮৭ কোটির টাকার চোরাচালান ও মাদক জব্দ
নভেম্বরে প্রায় ৮৭ কোটির টাকার চোরাচালান ও মাদক জব্দ: বিজিবি
চলতি বছরের অক্টোবর মাসে অভিযান মাধম্যে ৮৭ কোটি ৯৬ লাখ ৮৬ হাজার টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার বিজিবির সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জব্দের বিষয়ে বিস্তারিত জানানো হয়।
আরও পড়ুন: উখিয়ায় বিজিবির অভিযানে ১ কোটি ৮০ লাখ টাকার ইয়াবা জব্দ
জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে তিন কেজি ২৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১৩ লাখের বেশি পিস ইয়াবা, ২৪ হাজার ৫৫০ বোতল ফেনসিডিল বিদেশি মদ, বিয়ার, আগাছা, হেরোইনসহ অন্যান্য।
অন্যান্য চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে, ৩ কেজি ২৯৪ গ্রাম স্বর্ণ, ৪৩ কেজি ৯৯৯ গ্রাম রূপা, প্রসাধনী, ইমিটেশন জুয়েলারি, শাড়ি, কাপড়, কাঠ, কয়লা এবং ১২৬টি গাড়ি। এছাড়া ১১টি বিভিন্ন ধরনের বন্দুক ও চারটি চাইনিজ কুড়াল জব্দ করেছে বিজিবি।
আরও পড়ুন: কুমিল্লায় কুরআন অবমাননা: ২২ জেলায় বিজিবি মোতায়েন
এছাড়াও সীমান্তে বিজিবির অভিযান চলাকালে চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৩০২ জন চোরাচালানীকে ও অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৩১ জন বাংলাদেশি নাগরিক ও তিনজন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
৩ বছর আগে