শিশুকে ধর্ষণের অভিযোগ
দিনাজপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী আটক
দিনাজপুরের বিরল উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার রাতে প্রতিবেশী এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
আটক রাসেল বিবাহিত ও পেশায় একজন কসাই।
এদিকে, দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিটে নিবিড় পর্যবেক্ষনণে শিশুটিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
আরও পড়ুন: ৯৯৯ নম্বরে ফোন: ধর্ষণের অভিযোগে আটক ৩
হাসপাতালের আইসিইউ ইউনিটে কর্মরত একজন চিকিৎসক জানান, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। শ্বাসকষ্টের কারণে মেশিনের সাহর্য্যে তাকে সাপোর্টে চিকিৎসা দেয়া হচ্ছে।
ধর্ষণ ও আটকের বিষয়ে বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, বিরল উপজেলার স্থানীয় একটি গ্রামে বৃহস্পতিবার বিকালে ধর্ষণের ওই ঘটনা ঘটে। শিশুটি দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। ঘটনার আগে শিশুটির বাবা কৃষি কাজের জন্য ও মা গবাদি পশুর জন্য ঘাস কাটতে বাড়ির বাইরে গিয়েছিলেন। ঘর ফাঁকা পেয়ে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আরও পড়ুন: সাভারে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ৬
ধর্ষণে জড়িত সন্দেহে রাসেল নামে একজন প্রতিবেশীকে রাতে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন বলে জানিয়েছেন ওসি ফখরুল ইসলাম।
৩ বছর আগে