চিকিৎসা অনুদান
মানিকগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও চিকিৎসা অনুদানের চেক বিতরণ
মানিকগঞ্জে অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও চিকিৎসা সেবা অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে ২০ জন অস্বচ্ছল প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।
‘কোভিড উত্তর বিশ্বের টেকসই উন্নয়ন-প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ’ এই প্রতিপাদ্যকে সামনের রেখে এ বারের আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হচ্ছে।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ বলেন, ‘প্রতিবন্ধীরা সমাজেরই বড় একটা অংশ। এদের বাদ দিয়ে সমাজ-রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। প্রতিবন্ধীরা রাষ্ট্রের উন্নয়নে সমান ভূমিকা রাখেন।’
পরে প্রতিবন্ধীদের মাঝে চিকিৎসা সেবা অনুদানের চেক বিতরণ করা হয় ।
উল্লেখ্য, জেলায় এই পর্যন্ত ২২৮টি হুইল চেয়ার, ৯৮টি সাদাছড়ি ও ২৬টি হেয়ারিং এইড বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন: হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাতা বিতরণ করবে বিকাশ
বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে বিজয়নগরে ছাগল বিতরণ
৩ বছর আগে