সুফিয়া কামাল
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিটি মুহূর্ত উপভোগ করছি: শ্রীলেখা মিত্র
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে সোমবার (১৬ জানুয়ারি) জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে বিকাল ৫টায় প্রদর্শিত হয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এবং ছাদ’। এটি পরিচালনা করেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও পরিচালক শ্রীলেখা মিত্র।
টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী আজকে উপস্থিত ছিলেন উৎসবের ‘উইমেন ফিল্ম মেকারস্’ কনফারেন্সে। সেখানে তিনি তার পরিচালিত ও প্রযোজিত ১৯ মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সাক্ষাৎকারে শ্রীলেখা বলেন, তিনি চান তার চলচ্চিত্র কেউ প্রযোজনা করুক। যেহেতু তিনি চলচ্চিত্র নির্মাণে নতুন তাই তার নির্মিত ‘এবং ছাদ’ ছবিটি দেখে দর্শকের যদি তার প্রতি বিশ্বাস-আস্থা তৈরি হয় তাহলে তিনি আরও চলচ্চিত্র নির্মাণ করতে পারবেন।
আরও পড়ুন: পর্দা উঠল ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আসার প্রসঙ্গে শ্রীলেখা মিত্র বলেন, ‘এবারই প্রথম একজন পরিচালক হিসেবে কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এলাম। এটা তো আমার জন্য অনেক বড় বিষয়। প্রতিটি মুহূর্ত আমি বেশ উপভোগ করছি। বাংলাদেশের এবারের ভ্রমণ পুরোটা কাজের। আমি কয়েকটি মিটিং করব, সিনেমা দেখব, উৎসবে আসার মানুষের সঙ্গে আলাপ করব।’
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শ্রীলেখা জানান এদেশের চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে একটি সিনেমায় অভিনয় করবেন তিনি। শিগগিরই তার শুটিং শুরু হবে।
আরও পড়ুন: শুরু হলো ইশরাত নিশাত নাট্য পুরস্কার
দশম ঢাকা লিট ফেস্টের পর্দা উঠল
১ বছর আগে
ভারতের সঙ্গে রক্তের সম্পর্ক অক্ষুণ্ন থাকবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
ভারতের সঙ্গে বাংলাদেশের যে রক্ত ও ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি হয়েছে তা অক্ষুণ্ন থাকবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, ভারতের সঙ্গে সম্পর্কটা তা থেকে ভিন্ন। ভারতের সঙ্গে বাংলাদেশের যে রক্ত ও ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি হয়েছে তা ভাঙার নয়।
শুক্রবার ঢাকার শাহবাগস্থ সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারে ভারতে শিক্ষালাভকারী বাংলাদেশের শিক্ষার্থী সমিতি (অ্যাবসি) আয়োজিত ‘মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ উপলক্ষ্যে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
এসময় খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভারতের সাথে সম্পর্কটা অনন্য উচ্চতায় গেছে। মাঝখানে যে অবিশ্বাসের রেখা তৈরি হয়েছিল, প্রধানমন্ত্রীর কারণে তা দূর হয়ে গেছে।
আরও পড়ুন: পায়রা বন্দর অর্থনীতিতে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে: প্রতিমন্ত্রী খালিদ
ভারত আমাদের পাশে আছে বলে মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে ভারত আমাদের পাশে আছে। ভারতের সাথে যে বন্ধন তার সহায়ক শক্তি হিসেবে আছেন ভারতে শিক্ষালাভকারী বাংলাদেশের শিক্ষার্থী সমিতির সদস্যরা। তাই ভারতের সাথে রক্তের সম্পর্কটা অক্ষুন্ন থাকবে।
সংগঠনের সভাপতি অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মণের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (শিক্ষা) অক্ষয় যোশী, সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস এ মামুন ও সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন নীপু বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা ড. অজয় দাস গুপ্ত ‘বঙ্গবন্ধু, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ-ভারত বন্ধুত্ব’ বিষয়ের ওপর মূলপ্রবন্ধ উপস্থাপন করেন।
আরও পড়ুন: বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশ এখনও মুক্ত হতে পারেনি: খালিদ মাহমুদ
বঙ্গবন্ধুর নাম সংবাদপত্রে ছাপাতে বাধা দিয়েছিল জিয়া সরকার: নৌপরিবহন প্রতিমন্ত্রী
৩ বছর আগে