শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়
৩০০ স্বেচ্ছায় রক্তদাতাকে কোয়ান্টাম ফাউন্ডেশনের সম্মাননা
একটি স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠনের ৩০০ জন স্বেচ্ছায় রক্তদাতাকে সম্মানিত করেছে কোয়ান্টাম ফাউন্ডেশন । বৃহস্পতিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) আয়োজিত এই অনুষ্ঠানে তাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর রফিক উল্লাহ খান।
এসময় অধ্যাপক রফিক উল্লাহ খান বলেন, স্বেচ্ছায় রক্তদাতারা মূলত তাদের রক্তপ্রবাহকে চেতনার ধারায় পরিণত করে। যারা স্বেচ্ছায় রক্তদান করে, তারা শুধুমাত্র একজন ব্যক্তির উপকার করছে না, তারা জাতির উপকার করছে না, তারা বিশ্বকে উপকৃত করছে।
অনুষ্ঠানে কোয়ান্টাম ফাউন্ডেশন নিয়মিত রক্তদাতাদের কমপক্ষে তিন ব্যাগ রক্ত, কমপক্ষে ২৫ ব্যাগ এবং স্বেচ্ছায় ৫০ ব্যাগ রক্তদাতা এই তিন বিভাগে সম্মাননা দেন।
আরও পড়ুন: শোক দিবসে কোয়ান্টামের দাফন করসেবা
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী নাহার আল বোখারি।
বাংলাদেশে প্রতি বছর প্রায় আট লাখ ব্যাগ নিরাপদ ও স্বাস্থ্যকর রক্তের প্রয়োজন হয়। কোয়ান্টাম দেশের মোট রক্তের চাহিদার এক-অষ্টমাংশ সরবরাহ করেছে। রক্তের এই বিশাল চাহিদা পূরণের লক্ষ্যে কোয়ান্টাম ১৯৯৬ সাল থেকে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম পরিচালনা করে আসছে।
এভাবে গত দুই দশকে কোয়ান্টাম ফাউন্ডেশন ১৩ লাখেরও বেশি মানুষের জীবন বাঁচাতে ভূমিকা রেখেছে।
আরও পড়ুন: করোনায় দাফন: কঠোর লকডাউনেও সক্রিয় কোয়ান্টামের স্বেচ্ছাসেবীরা
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’, সমুদ্র বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত
৩ বছর আগে