প্রতিপক্ষের মারধর
নওগাঁয় প্রতিপক্ষের মারধরে ভ্যানচালকের মৃত্যু
নওগাঁর বদলগাছি উপজেলায় ভাঙা রাস্তা ভরাট করতে গিয়ে প্রতিপক্ষের মারধরে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
নিহত ভ্যানচালক জবাইদুল ইসলাম (৫০) উপজেলার দুর্গাপুর (শুরকালী) গ্রামের ওমর আলীর ছেলে।
এঘটনার পর নিহতের ছেলে ফেরদৌস হোসেন বাদী হয়ে শুক্রবার রাতে দু’জনকে আসামি করে বদলগাছি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আরও পড়ুন: ৯৯৯ এ কল: পুলিশের হস্তক্ষেপে হাসপাতাল থেকে মৃত স্ত্রীর লাশ পেলেন ভ্যানচালক
মামলার এজাহার ও স্থানীয় সূত্র জানায়, ভ্যানচালক জবাইদুল ইসলামের বাড়ির চলাচলের মাটির রাস্তাটি ভেঙে যায়। এতে তার ভ্যান বাড়িতে নিয়ে যেতে অসুবিধা হচ্ছিল। শুক্রবার সকাল ১০টার দিকে জবাইদুল ইসলাম ভাঙা রাস্তাটি মাটি দিয়ে ভরাটের কাজ করছিলেন। এসময় তার চাচা আব্দুল খালেক সেখানে গিয়ে রাস্তার পাশ থেকে মাটি কাটতে বাঁধা দেন। এক পর্যায়ে আব্দুল খালেক ও তার ছেলে বেলাল হোসেন ভ্যানচালক জবাইদুলকে মারধর করে। এতে জবাইদুল ইসলাম অসুস্থ হয়ে পড়েন। প্রতিবেশিরা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আরও পড়ুন: ভাড়া নিয়ে তর্ক: ভ্যানচালকের থাপ্পড়ে বৃদ্ধ যাত্রীর মৃত্যু
নওগাঁর বদলগাছি থানার ইন্সপেক্টর (তদন্ত) রায়হান হোসেন বলেন, এঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। আসামিরা পলাতক থাকায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
৩ বছর আগে