র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)
বেনজীর আহমেদ অবসরে যাচ্ছেন ৩০ সেপ্টেম্বর
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ আগামী ৩০ সেপ্টেম্বর অবসরে যাচ্ছেন। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর ৫৯ বছর বয়সে বেনজীর আহমেদ অবসরে যাবেন।
আরও পড়ুন: নতুন আইজিপি বেনজীরকে র্যাঙ্ক ব্যাজ প্রদান
প্রজ্ঞাপনে বলা হয়, চলতি বছরের ১ অক্টোবর থেকে আগামী বছরের ৩০ সেপ্টেম্বর অবসর-পরবর্তী ছুটিতে (পিআরএল) থাকবেন তিনি।
এতে আরও বলা হয়, তিনি সরকারি নিয়ম অনুযায়ী অবসর গ্রহণ এবং অবসর-পরবর্তী ছুটির সুবিধা পাবেন।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ ২০২০ সালের ৮ এপ্রিল বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক পদে নিযুক্ত হন।
আরও পড়ুন: নতুন আইজিপি বেনজীর
করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করুন: বেনজীর
১১৭১ দিন আগে
মার্কিন নিষেধাজ্ঞার পেছনে ১০০ মিলিয়ন ডলারের প্রকল্প: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন যে আধা সামরিক বাহিনীর নেতৃত্ব দেয়ার সময় তিনি সহ কিছু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা, এটা ১০০ মিলিয়নের প্রজেক্ট। এই নিষেধাজ্ঞা হলো তার ফলাফল। এর সঙ্গে সত্যের কোনো সম্পর্ক নেই।
বৃহস্পতিবার রাতে (নিউইয়র্ক সময়) যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে তার সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে আইজিপি এসব কথা বলেন।
আরও পড়ুন: আইজিপি’র যুক্তরাষ্ট্র সফর: সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে আলোচনা চলছে
তিনি বলেন, ২৫ মিলিয়ন ডলারে তার নেপথ্যে তিন বছর ধরে একটি চক্রের নিয়োগ দেয়া চারটি লবিং ফার্ম কাজ করেছে। এই সংস্থাগুলো অবশেষে মার্কিন সরকারকে র্যাব এবং আমার ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য রাজি করাতে সক্ষম হয়েছিল।
আরও পড়ুন: পুলিশ বাহিনীকে বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশ আইজিপির
অনুষ্ঠানে, বেনজির আবারও স্পষ্ট করে দিয়েছিলেন যে মার্কিন সরকার যে জোরপূর্বক গুম করার অভিযোগ করেছে এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
১১৯০ দিন আগে
কড়া নিরাপত্তার মধ্যে ঢাবিতে পহেলা বৈশাখ উদযাপিত
কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বৃহস্পতিবার বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।
তিন স্তরের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে মঙ্গল শোভাযাত্রা হয়েছিল, শান্তিপূর্ণ শোভাযাত্রা নিশ্চিত করতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, সোয়াট ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ নজরদারি করে।
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও ঢাবি উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের নেতৃত্বে সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র থেকে শুরু হওয়া শোভাযাত্রা একই স্থানে গিয়ে শেষ হয়।
আরও পড়ুন: উৎসাহের মধ্য দিয়ে পালিত হচ্ছে পহেলা বৈশাখ
ভিসি বলেছেন, ‘একটি সম্প্রীতিপূর্ণ, অসাম্প্রদায়িক ও মানবিক সমাজ গড়তে, এই জাতীয় সাংস্কৃতিক উৎসবগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি বলেন, এটি একটি অন্তর্ভুক্তিমূলক উৎসব এই উৎসবটি একটি অসাম্প্রদায়িক মানবিক চেতনা দ্বারা উজ্জীবিত হয়। কারণ এতে সমস্ত সম্প্রদায়ের মানুষ জড়িত থাকে। ধর্ম ব্যক্তিগত ব্যাপার হতে পারে। কিন্তু উৎসব সবার জন্য উন্মুক্ত থাকবে।
তার পক্ষ থেকে খালিদ বলেন, ‘মহামারির কারণে আমরা দুই বছর ধরে আমাদের উৎসবগুলো উদযাপন করতে পারিনি। এই পহেলা বৈশাখ সকল জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য একটি উৎসব। আমি মনে করি আমরা আমাদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে জঙ্গিবাদ ও অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়াই করছি।’
আরও পড়ুন: পহেলা বৈশাখ: বাংলা নববর্ষের উৎপত্তি এবং ইতিহাস
মঙ্গল শোভাযাত্রায় অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রো-ভিসি, শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, ভি-সি (প্রশাসন) প্রফেসর মুহাম্মদ সামাদ ও প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী অংশ নেন।
১৩৩২ দিন আগে
খুলনায় সংঘবদ্ধ ধর্ষণ: আরও ২ জন গ্রেপ্তার
খুলনায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় আরও দুই আসামিকে মঙ্গলবার গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
র্যাব-৬ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মুশতাক আহমেদ জানান, খুলনার শিরোমনি এলাকার বাসিন্দা সুমন ও আলামিন মল্লিককে বাগেরহাটের চিতলমারী থেকে গ্রেপ্তার করেছে তারা।
এ ঘটনায় জড়িত সন্দেহে মোট পাঁচ জনকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: মাগুরায় ধর্ষণচেষ্টা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
গত ১৮ মার্চ রাতে নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমনি এলাকার তেতুলতলা রেলক্রসিংয়ের পাশে একটি গ্যারেজের সামনে দিয়ে ভুক্তভোগী ও তার স্বামী সিএনজিযোগে যাচ্ছিলেন। এ সময় চার জন তাদের গতিরোধ করে। পরে দম্পতিকে ওই গ্যারেজের মধ্যে নিয়ে স্বামীর হাত বেঁধে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে। পরবর্তীতে ওই নারী চার জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করে।
আরও পড়ুন: নাটোরে ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে মাদরাসার অধ্যক্ষ গ্রেপ্তার
শনিবার রাতে গ্যারেজের মালিক কামরুলকে আটক করে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সোমবার সাগর ও শাকিলকে আটক করা হয়।
তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সুমন ও আলামিনকে আটক করে পুলিশ। তবে প্রধান আসামি জীবন এখনও পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এই কর্মকর্তা।
১৩৫৫ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ডিবি পুলিশ আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক ভুয়া ডিবি পুলিশকে আটকের কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার কানসাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আলী হাসান (১৯) শিবগঞ্জ উপজেলার চককির্তি বাজার হাজিটোলা এলাকার মাইনুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: র্যাব অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার, নরসিংদীতে আটক ২
বৃহস্পতিবার র্যাব-৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব কাম্পের একটি দল বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কানসাট বাজার এলাকায় অভিযান চালিয়ে আলী হাসানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পুলিশ লেখা হ্যান্ডকাপ,ভুয়া ডিবি আইডি কার্ড, বাঁশি ও রশি উদ্ধার করা হয়। তিনি শিবগঞ্জ উপজেলা এলাকায় দীর্ঘ দিন থেকে নিজেকে ডিবি পুলিশ সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন শ্রেণির ব্যবসায়ীদের কাছে থেকে অর্থ আদায় করে আসছিলেন।
আরও পড়ুন: অপপ্রচারের অভিযোগে ফেনীতে ৩ যুবক আটক: র্যাব
বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক আলী হাসানের বিরুদ্ধে স্থানীয় জনগণকে হুমকি ও হয়রানি করে অর্থ আদায়ের বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। আটকের পর তিনি নিজেকে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
১৪৫৮ দিন আগে
নীলফামারীতে সন্দেহভাজন জঙ্গি আস্তানা ঘেরাও
নীলফামারী সদর উপজেলার পুটিহারি এলাকায় শনিবার ভোরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আরও পড়ুন: ফতুল্লায় ‘জঙ্গি আস্তানা’ ঘিরে রেখেছে পুলিশ ও ডিবি, আটক ৩
র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি ইমরান খান বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল শনিবার ভোরে ওই এলাকার একটি বাড়ি ঘিরে ফেলে।
পরে ওই বাড়িতে অভিযান চালিয়ে বাড়ি থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়।
আরও পড়ুন: মোহাম্মাদপুরে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান, নিহত ২
খবর পেয়ে রংপুর থেকে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিষ্ক্রিয় করার চেষ্টা করছে।
১৪৬৩ দিন আগে