ঝাউতলা রেল ক্রসিং
চট্টগ্রামে ট্রেন-বাস-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে পুলিশসহ নিহত ২
চট্টগ্রামে ডেমু ট্রেনের সঙ্গে বাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক ট্রাফিক কনস্টেবলসহ দুজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) নগরীর খুলশী থানাধীন ঝাউতলা রেল ক্রসিংয়ে সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্যের নাম মো. মনির। তিনি ট্রাফিক বিভাগে কর্মতে ছিলেন। তবে অপর নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা ইউএনবিকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে ঝাউতলা লেভেল ক্রসিংয়ে গেটম্যানের বারবার হুঁশিয়ারি উপেক্ষা বাস ও অটোরিকশার চালক রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করলে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ঝাউতলা রেল ক্রসিংয়ে ট্রেনটি বাস ও সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। আহত ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
আরও পড়ুন: চাঁদপুর-সিলেট আন্তনগর ট্রেন এখনও স্বপ্ন!
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে সবজি ব্যবসায়ী নিহত
রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে গ্রামীণ ব্যাংকের নারী কর্মীর মৃত্যু
৩ বছর আগে