বাস-সিএনজি-ট্রেনের ত্রিমুখী সংঘর্ষ
চট্টগ্রামে বাস-সিএনজি-ট্রেনের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন
চট্টগ্রামে রেলক্রসিংয়ে বাস, সিএনজি ও ট্রেনের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ।
চট্টগ্রাম রেলওয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল গফুরকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানায় রেল পুলিশ। এছাড়া রেলওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার (সদর) ও চট্টগ্রামের রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কমকর্তাকে (ওসি) তদন্ত কমিটির সদস্য করা হয়েছে।
আরও পড়ুন: স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘ফাইল গায়েব’: তিন সদস্যের তদন্ত কমিটি গঠন
কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে পুলিশের (চট্টগ্রাম) এসপি হাছান চৌধুরী বলেন, ‘ঘটনার কারণ ও দোষীদের শনাক্ত করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের তদন্ত প্রতিবেদনে সব উঠে আসবে।’
এর আগে শনিবার সকাল সাড়ে ১০টায় নগরীর খুলশী থানার ঝাউতলা রেল ক্রসিংয়ে বাস, সিএনজি চালিত অটোরিকশা ও ডেমু ট্রেনের ত্রিমুখী সংঘর্ষে সিএমপির ট্রাফিক কনস্টেবল মনিরুল ইসলামসহ দুজন নিহত হন। নিহত অন্য জন হলেন সিএনজির যাত্রী বাহা উদ্দীন (৩০)। এছাড়া এ ঘটনায় অন্তত ১০ জন হয়েছেন।
আরও পড়ুন: খুলনার সাথে রেল যোগাযোগ স্বাভাবিক, তদন্ত কমিটি গঠন
৩ বছর আগে