অটোরিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এক অটোরিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৮টায় পৌর শহরের মেড্ডার শ্মশান ঘাট এলাকার তিতাস নদীর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মোফাস্সেল (২৫) উপজেলার শাহবাজপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে ও শহরের মেড্ডা এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: সাভারে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
স্থানীয়রা জানান, ফজর নামাজের সময় মোফাস্সেলকে এক ব্যক্তি ফোন করেন। পরে ঘুম থেকে ওঠে অটোরিকশা নিয়ে বের হন। তার ঘণ্টা খানেক পরে মেড্ডার শ্মশান ঘাটের তিতাস নদীর পাড়ে একটি কড়ই গাছের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা।
নিহতের পরিবারে অভিযোগ, তাকে ডেকে নিয়ে হত্যার পর সেখানে ঝুলিয়ে রাখা হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে মা-মেয়ের লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর ঘটনার আসল রহস্য জানা যাবে।
৩ বছর আগে