বাংলাদেশি হাইকমিশনার
বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক যে কোনো সময়ের চেয়ে ভালো: রাষ্ট্রদূত
মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার মোহাম্মদ নাজমুল হাসান বলেছেন, বাংলাদেশ ও মালদ্বীপের সম্পর্ক যে কোনো সময়ের চেয়ে ভালো। শনিবার সন্ধ্যায় মালদ্বীপের হুলহুমাল এলাকায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এ কথা বলেন তিনি।
বাংলাদেশি হাইকমিশনার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি মাসে দেশটিতে সফর করতে পারেন। প্রধানমন্ত্রীর সফরকালে দ্বি পক্ষীয় বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন, অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধকরণ ও কিছু অর্থনৈতিক বিষয় অগ্রাধিকার পাবে।’
তিনি বলেন, ‘মালদ্বীপে এক লাখ বাংলাদেশি শ্রমিক রয়েছেন। তাদের মধ্যে ৫০ হাজার অবৈধ। এই বাংলাদেশিদের বৈধ করতে সরকারের সঙ্গে আলোচনা চলছে।’
‘গত দুই বছরে কীভাবে প্রবাসীদের অবস্থার উন্নয়ন করা যায় সে চেষ্টা করেছি। কোভিড-১৯ এর কারণে অনেক বাংলাদেশি তাদের চাকরি হারিয়েছে।’
তিনি বলেন, ‘মাদক ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধে প্রায় ১০০ বাংলাদেশি মালদ্বীপের কারাগারে আছেন। তাদের মধ্যে ৩০ জনকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।’
‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মালদ্বীপের সঙ্গে ফ্লাইট চলাচল শুরু করতে পারেনি। তবে ইউএস বাংলা এয়ারলাইন্স সফলভাবে ফ্লাইট চলাচল শুরু করেছে।’
আরও পড়ুন: বৈষম্য দূর করতে সবার সমান সুযোগ-সুবিধা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
৬ ডিসেম্বর: ‘মৈত্রী দিবস’ ঢাকা-দিল্লির চিরস্থায়ী বন্ধুত্বের প্রতিফলন
৩ বছর আগে