বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ১০ শহর
গত ১ ডিসেম্বর ২০২১ সালের বিশ্বব্যাপী জীবনযাত্রা খরচের সূচক প্রকাশ করেছে বিখ্যাত মিডিয়া কোম্পানি ইকোনমিস্ট’র গবেষণা ও বিশ্লেষণ বিভাগ (ইআইইউ)। এর মাধ্যমে উঠে এসেছে বসবাসের জন্য পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল শহরগুলোর নাম। জিনিসপত্রের দাম বছরে বৃদ্ধি পেয়েছে গড়ে তিন দশমিক পাঁচ শতাংশ, যা গত পাঁচ বছরের তুলনায় সর্বোচ্চ মুদ্রাস্ফীতির হার। ফলে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বিগত ব্যয়বহুল শহরের তালিকায়। আর সেই ব্যয়বহুল শহরগুলোর তালিকা পাশাপাশি এর পেছনের কারণগুলো জেনে নিই।
আরও পড়ুন: সীতাকুণ্ড ডে ট্যুর: একদিনে ঘুরে আসুন চন্দ্রনাথ পাহাড় ও মহামায়া লেক
২০২১ সালে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ১০ শহর
- তেল আবিব (ইসরায়েল)
- প্যারিস (ফ্রান্স) ও সিঙ্গাপুর (যুগ্মভাবে)
- জুরিখ (সুইজারল্যান্ড)
- হংকং
- নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক
- জেনেভা, সুইজারল্যান্ড
- কোপেনহেগেন, ডেনমার্ক
- লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া
- ওসাকা, জাপান
আরও পড়ুন: বাংলাদেশের দশটি প্রাচীন মসজিদ: দেশের ঐতিহাসিক স্থাপত্যের নিদর্শন
তেল আবিব: ২০২১ সালে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর
ইসরায়েলের তেল আবিব থেকে ২০২০ এর যুগ্মভাবে শীর্ষস্থানীয় প্যারিস, হংকং ও জুরিখকে ছাড়িয়ে এখন বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর। ২০২০ সালে শহরটি পঞ্চম অবস্থান ছিল।
ইসরায়েলি মুদ্রা শেকেলের দাম মার্কিন ডলারকে ছাড়িয়ে যাওয়াই তেল আবিবের উত্থানের মূল কারণ। সাথে পাল্লা দিয়ে অব্যাহত থেকেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ও যাতায়াত খরচের ঊর্ধ্বগতি।
আরও পড়ুন: টেকনাফ-সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
বিশ্বব্যাপী জীবনযাত্রার খরচের সূচক নির্ধারণ পদ্ধতি
ইকোনমিস্টের গবেষণা ও বিশ্লেষণ বিভাগ (ইআইইউ) মূলত বিভিন্ন দেশের অর্থনীতি ও বাণিজ্য ভিত্তিক পরিসংখ্যানের মাধ্যমে পরার্মশ দিয়ে থাকে। যেমন, দেশের মাসিক প্রতিবেদন, পাঁচ বছর পর দেশের সম্ভাব্য অর্থনৈতিক অবস্থা, দেশের ঝুঁকি বিশ্লেষণ ও ইন্ডাস্ট্রি প্রতিবেদন। এরই একটি গুরুত্বপূর্ণ পরিষেবা হলো বিশ্বব্যাপী জীবনযাত্রার খরচের সূচক।
৩ বছর আগে