র-কনে পক্ষের সংঘর্ষ
রোহিঙ্গা ক্যাম্পে বর-কনে পক্ষের সংঘর্ষে নিহত ১, আটক ২
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বিয়ের আসরে বর ও কনে পক্ষের সংঘর্ষে এক রোহিঙ্গা নিহত ও অন্তত আটজন আহত হয়েছেন। শনিবার রাতে উখিয়ার ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকে এ ঘটনা ঘটে।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
নিহত মোহাম্মদ বেলাল (৪০) সম্পর্কে বরের চাচা হন। আটক ব্যক্তিরা হলেন-মো.আনোয়ার সাদেক ও তার সহযোগী হারেসুর রহমান।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে আটক ৩ রোহিঙ্গা, অস্ত্র জব্দ
ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান, বর মো. ইদ্রিরসের সঙ্গে কনে খালেদা বিবির প্রেমের সম্পর্কের জের ধরে চারদিন আগে কনে খালেদা বিবি একই ব্লকের মো. ইদ্রিসের বাসায় চলে যান এবং বরের পরিবারের সম্মতিতে বিয়ে করেন। তবে কনে পক্ষ এই বিয়ে মেনে নেয়নি।
তিনি জানান, এ অবস্থায় বরের বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করলে কনে পক্ষ ক্ষিপ্ত হয়ে বর পক্ষের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে বরের চাচা মোহাম্মদ বেলাল নিহত হন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে ‘কথিত’ আরসা নেতা হাসিমের লাশ উদ্ধার
এ ঘটনার পর ক্যাম্পের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।
৩ বছর আগে