শিয়াল
হাজীগঞ্জে শিয়ালের মাংস বিক্রি করায় ২ ব্যবসায়ীকে অর্থদণ্ড
চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে শিয়ালের মাংস বিক্রি করার অপরাধে দুই ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৩ নভেম্বর) দুপুরে হাজীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান মানিক।
অর্থদণ্ডপ্রাপ্ত জুলহাস উপজেলার কালচোঁ ইউনিয়নের সিদলা গ্রামের সোনা মিয়ার ছেলে এবং মনির হোসেন একই গ্রামের পাটওয়ারী বাড়ির সিরাজুল ইসলাম পাটওয়ারীর ছেলে।
আরও পড়ুন: স্বাস্থ্যবিধি অমান্য করায় বাগেরহাটে ১৫ জনকে অর্থদণ্ড
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে বাজার থেকে তাদের দুইজনকে আটক করে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজিম ও সঙ্গীয় ফোর্স।
উপপরিদর্শক (এসআই) নাজিম বলেন, তারা দু’জন শনিবার রাতে শিয়ালটি ধরে জবাই করে। ওই গোস্ত রবিবার বাজারে বিক্রি করতে আনলে দুপুরে তাদেরকে হাতে নাতে আটক করে থানায় নিয়ে আসা হয়।
পরবর্তীতে বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক বলেন, ঘটনা সত্য।
তাদেরকে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একই সঙ্গে তাদেরকে সতর্ক করে দেয়া হয়েছে ও মুচলেকাও নেয়া হয়েছে যেনো ভবিষ্যতে এই ধরনের জনস্বাস্থ্য বিরোধী ও অপরাধমূলক কাজে জড়িত না হয়।
আরও পড়ুন: ডেসটিনির মোহাম্মদ হোসেনের অর্থদণ্ড স্থগিত
নিষেধাজ্ঞার প্রথম দিন ভোলায় ১৫ জেলে আটক, ১২ জনের অর্থদণ্ড
২ বছর আগে
শিয়ালের কামড়ে মাগুরায় আহত ৫
মাগুরার মহম্মদপুরে শিয়ালের কামড়ে দুই দিনে ছয় জন আহত হয়ে তারা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষিণভাবে আহত সবার পরিচয় পাওয়া যায়নি।
সম্প্রতি উপজেলার চরঝামা এবং আড়মাঝি গ্রামের এই ঘটনা ঘটে।
আহত দুজন হলেন- উপজেলার চরঝামা গ্রামের খোকন মিয়া (৫০) এবং আড়মাঝি গ্রামের ফরিদ মোল্যা (৬৫)।
আরও পড়ুন: চাঁদপুরে কুকুড়ের কামড়ে আহত ২৩
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, সোমবার উপজেলার চরঝামা গ্রামের খোকন মিয়া এবং আড়মাঝি গ্রামের ফরিদ মোল্যা শিয়ালের কামড় খেয়ে চিকিৎসার জন্যে হাসপাতালে চিকিৎসকের স্মরণাপন্ন হন। এর আগে আরও চার জন শেয়ালে কামড় খেয়ে হাসপাতালে আসেন।
আহতরা জানিয়েছেন, খেতে কাজ করতে গেলে দলবেধে শিয়াল তাদের ওপর হামলা চালায়।
আরও পড়ুন: আখাউড়ায় কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১২
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মকছেদুল মোমিন জানান, শিয়ালের কামড়ে আহত প্রত্যেককে হাসপাতাল থেকে ভ্যাকসিন নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
২ বছর আগে
শিয়াল আতঙ্কে গ্রামবাসীর রাত জেগে পাহারা!
বগুড়ার শাজাহানপুরে আমরুল ইউনিয়নের ফুলকোর্ট গ্রামে শিয়ালের আক্রমণে গত চার-পাঁচদিনে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। এর ফলে শিয়াল আতঙ্কে গ্রামবাসী লাঠি হাতে রাত জেগে পাহারা দিচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, রাত নামলেই গ্রামের পাশের ঝোপঝাড় ও জঙ্গল থেকে দল বেঁধে শিয়াল বের হয়ে মানুষকে আক্রমণ করছে। আত্মরক্ষার জন্য মানুষ লাঠি সোঁটা দিয়ে শিয়াল পিটিয়ে মারছে।
স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম নয়ন বলেন, গত রাতে ফুলকোর্ট গ্রামের চায়ের স্টলে বসে ছিলেন গ্রামের পাঁচ-ছয়জন লোক। পাশের জঙ্গল থেকে দল বেঁধে আসা শিয়াল হঠাৎ তাদের ওপর আক্রমণ করে। শিয়ালের কামড়ে সাইদুর রহমান, জিয়াউর রহমান ও আব্দুর রহমান নামের তিনজন আহত হয়। এর আগের দিন ভোরে ফুলকোর্ট দক্ষিণপাড়া গ্রামের মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে চারজন শিয়ালের আক্রমণের শিকার হন। আহতরা উপজেলা হাসপাতাল, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। এভাবে গত চার-পাঁচদিনে কমপক্ষে ৩০ জন মানুষ শিয়ালের হামলায় আহত হয়েছেন। এসব ঘটনায় ক্ষুদ্ধ্ব গ্রামবাসী চার-পাঁচটি শিয়াল পিটিয়ে মেরেছে। আত্মরক্ষার্থে মানুষ দল বেঁধে রাত জেগে নিয়মিত পাহারা দিচ্ছেন।
এ বিষয়ে শাজাহানপুর উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি সার্জন কানিছ ফারজানা বলেন, বাসস্থান ও খাদ্য সংকটে দিশেহারা হয়ে এবং সম্ভবত জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে শিয়ালের দল কয়েক দিন ধরে ওই গ্রামে মানুষ দেখলেই আক্রমণ করছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।
তবে শিয়াল মেরে না ফেলার জন্য স্থানীয় জনসাধারণকে পরামর্শ দিয়েছেন তিনি।
আরও পড়ুন: শিয়ালের কামড়ে শিশুসহ আহত ১৭
বগুড়ায় বাসচাপায় অটোরিকশার চালকসহ নিহত ৫
বগুড়ায় ট্রাকচাপায় নারী নিহত
২ বছর আগে
শিয়ালের কামড়ে শিশুসহ আহত ১৭
চাঁদপুরের মতলবে শিয়ালের কামড়ে শিশুসহ ১৭ জন আহত হয়েছে। শনিবার উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের আধারা ও পাশের কানাছোঁয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, সকাল থেকে বিকাল পর্যন্ত আধারা ও পাশ্ববর্তী কানাছোঁয়া গ্রামে শিশুসহ কমপক্ষে ১৭ জন শিয়ালের কামড়ে আহত হয়েছেন। আহতরা মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাশ্ববর্তী গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, আহতদের মধ্যে আধারা গ্রামের কামরুল ইসলামের মেয়ে লামিয়া (৫) ও সদ্যসমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনের ইউপি সদস্য প্রার্থী মামুনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চাঁদপুরে কুকুরের কামড়ে আহত ২০
তারা ঢাকা মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে স্বজনরা নিশ্চিত করেছেন।
অন্য আহতরা হলেন- আধারা গ্রামের সাবেক ইউপি সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আ. মতিনের স্ত্রী ও তার ভাইয়ের স্ত্রী, আধারা উচ্চ বিদ্যালয়ের নাইটগার্ড শাহজাহান, বাচ্চু মিয়া, মোবারক ও তার ছেলের বউ, শফিকের স্ত্রী, দুলাল প্রধানের স্ত্রী, মৃত কফিল উদ্দিন হাজীর ছেলে শাহজাহান, দাউদকান্দি উপজেলার কানাচোয়া গ্রামের শরিফ প্রধানের স্ত্রী খাদিজা ও হাসানুর রহমানের স্ত্রী আম্বিয়া খাতুনসহ অন্যান্যরা।
আরও পড়ুন: আখাউড়ায় কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১২
আধারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিফাত গাজী জানান, শিয়ালের কামড়ে আমার স্কুলের নাইট গার্ড আহত হয়েছেন। এছাড়াও এলাকার অনেকেই আহত হয়েছেন। শিয়ালের কারণে এলাকায় এখন আতঙ্ক বিরাজ করছে।
এ ব্যাপারে জেলা বন বিভাগের কর্মকর্তা মো. তাজুল ইসলাম জানান, প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে এসব প্রাণীদের মেরে ফেলা উচিত না। এদের সংরক্ষণ করা উচিত।
২ বছর আগে