কউচার উইক
পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো প্রথম বাংলাদেশ কউচার উইক
দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশ কউচার উইক ২০২১। শনিবার বাংলাদেশের ফ্যাশন ডিজাইন কাউন্সিলের (এফডিসিবি) আয়োজনে গুলশানের এজ গ্যালারিতে জাকজমকপূর্ণ বিশেষ পুরস্কার প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে কউচার উইক। অনুষ্ঠানে সম্মান জানানো হয়েছে বিখ্যাত বাংলাদেশি স্টাইল ও ফ্যাশন আইকনদের।
অনুষ্ঠানে স্টাইল হল অব ফেম পুরস্কার পেয়েছেন প্রখ্যাত অভিনেত্রী শম্পা রেজা। জনপ্রিয় গায়ক-অভিনেতা-সংগীতশিল্পী তাহসান খান ও জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান পেয়েছেন স্টাইল গেম চেঞ্জার পুরস্কার।
অনুষ্ঠানে মোস্ট স্টাইলিশ পার্সোনালিটির পুরস্কার পেয়েছেন বিউটি আইকন ফারজানা শাকিল; প্রখ্যাত গায়িকা, চর্মরোগ বিশেষজ্ঞ ও লেজার ট্রিটমেন্টের পথপ্রদর্শক ডা. ঝুমু খান এবং গুলশান সোসাইটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার শুক্লা সারওয়াত সিরাজ।
আরও পড়ুন: সেরাস্পেস: বাংলাদেশের প্রথম অনলাইন ইনটেরিয়র ডিজাইন প্লাটফর্ম
তরুণ হার্টথ্রব অভিনেতা সিয়াম আহমেদ, 'রেহানা মরিয়ম নূর' খ্যাত অভিনেত্রী আজমেরী হক বাঁধন এবং মডেল, টেলিভিশন উপস্থাপক ও ফ্যাশন কোরিওগ্রাফার আজরা মাহমুদ স্টাইল ট্রেলব্লেজার পুরস্কার পেয়েছেন। এছাড়া স্টাইল ইনোভেটর অ্যাওয়ার্ড পেয়েছেন গায়িকা মেহরীন মাহমুদ এবং জনপ্রিয় সংগীতশিল্পী জেফার রহমান মোস্ট স্টাইলিশ মিউজিক স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন।
৩ বছর আগে