ডিজিটাল হসপিটাল
মানব পাচারের শিকার ব্যক্তিদের বিনামূল্যে স্বাস্থ্যসেবার লক্ষ্যে ‘আশ্বাস’ ও ডিজিটাল হসপিটালের অংশীদারিত্ব
সম্প্রতি বাংলাদেশ ভিত্তিক উদ্ভাবনী ডিজিটাল স্বাস্থ্যসেবা দানকারী প্রতিষ্ঠান ডিজিটাল হসপিটালের সঙ্গে সুইজারল্যান্ডের অর্থায়নে উইনরক ইন্টারন্যাশনালের ‘আশ্বাস’ প্রকল্প অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করছে। প্রকল্পটি মানব পাচারের শিকার পুরুষ ও নারীদের পুনর্বাসনে কাজ করছে আর ডিজিটাল হসপিটাল তাদের বিভিন্ন ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রদান করছে। এতে এখনও নতুন সদস্য যোগদান করছে।
স্বাস্থ্য প্যাকেজ স্বাধীন (ডিজিটাল হসপিটাল প্রদত্ত) -এ রয়েছে প্রতি মাসে ১৫০ মিনিট পর্যন্ত (ব্যবহারকারী এবং তার পরিবার উভয়ের জন্য) বিনামূল্যে ২৪/৭ ডক্টর কলের পাশাপাশি হাসপাতালে থাকার কাভারেজ হিসেবে এক লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে ফ্রি হেলথ ক্যাশব্যাক। এছাড়া তিন মাসের জন্য রয়েছে আইসোলেশন কাভারেজ হিসেবে পাঁচ হাজার টাকা এবং এক হাজার ৬০০ টাকা ওপিডি কাভারেজ। প্যাকেজটিতে আরও রয়েছে সারা দেশের এক হাজারেরও বেশি হাসপাতাল,ফার্মেসি ও ডায়াগনোস্টিক সেন্টারে পণ্য/সেবায় ৩৫ শতাংশ পর্যন্ত ছাড়।
এছাড়া,সুবিধাভোগীরা বিভিন্ন স্বাস্থ্য সমস্যার জন্য বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে পরামর্শ, হেলথ ক্যাম্প এবং অনলাইন প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।
আরও পড়ুন: নড়াইলে মানব পাচারের অভিযোগে ২ তরুণ আটক
২০২২ সালে প্রকল্পটির শেষ নাগাদ,পাচারের শিকার পুরুষ ও নারীদের একটি বিশাল অংশকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে বিভিন্ন উপায়ে সাহায্য করার পরিকল্পনা করেছে আশ্বাস।
ডিজিটাল হসপিটালের সিসিও ও সহ-প্রতিষ্ঠাতা অ্যান্ড্রু স্মিথ বলেন, পাচারের শিকার অধিকাংশ মানুষ মানসিক এবং শারীরিক ট্রমার শিকার হন। সামাজিক ও পারিবারিক জীবনে পুনর্বাসনে তাদের নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। এসব নারী-পুরুষদের কাউন্সেলিং, আইনি সেবা এবং অর্থনৈতিক ক্ষমতায়নে সহায়তা প্রদানে কাজ করছে আশ্বাস। আর এখন, মানব পাচারের শিকার ব্যক্তিদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদানে আশ্বাসের সঙ্গে যোগ দিয়েছে ডিজিটাল হসপিটাল। কারণ দেখা যায়, এসব মানুষ প্রায় সময় খরচ বেশি ও সহজলভ্য নয় বলে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারেন না। সকল সামাজিক ও ভৌগলিক বাধা অতিক্রম করে আমরা সমাজের একটি অংশ বা পুরো সমাজকে সর্বদা স্বাস্থ্য সংক্রান্ত সহাযতা প্রদান করব, কারণ আমরা বিশ্বাস করি সবার সুস্থ থাকার অধিকার রয়েছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে মানব পাচারে যুক্ত বাংলাদেশির কারাদণ্ড
৩ বছর আগে