মৈত্রী সপ্তাহ
ভারত-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের স্মরণে ঢাকায় মৈত্রী সপ্তাহ উদযাপন
বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বের ওপর আলোকপাত করে ‘মৈত্রী দিবস’ উদযাপনের অংশ হিসেবে ‘মৈত্রী সপ্তাহ’ উদযাপিত হয়েছে। ঢাকায় ৩০ নভেম্বর শুরু হয়ে ০৫ ডিসেম্বর শেষ হয়েছে এই ‘মৈত্রী সপ্তাহ’।
১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে একটি স্বাধীন দেশ হিসেবে নয়াদিল্লির কূটনৈতিক স্বীকৃতি উপলক্ষে সোমবার দুই বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশের ‘মৈত্রী দিবস’ উদযাপনের জন্য সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
মৈত্রী সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে ঢাকার ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে (আইজিসিসি) ১৯৭১ সালে মুক্তির পথ এবং বিজয় দিবসের দিকে নিয়ে যাওয়া ঘটনাগুলির স্মরণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাদের অমূল্য অভিজ্ঞতা বিনিময় করেন এবং বিজয় দিবসে শেষ হওয়া গুরুত্বপূর্ণ ঘটনাবলী বর্ণনা করেন।
আরও পড়ুন: ভারতের সঙ্গে রক্তের সম্পর্ক অক্ষুণ্ন থাকবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন উচ্চতায়: প্রধানমন্ত্রী
ভারত ভ্রমণের লাল তালিকায় বাংলাদেশ নেই: পররাষ্ট্রমন্ত্রী
৩ বছর আগে