বাস-মাইক্রোবাস সংঘর্ষ
চকরিয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে কলেজশিক্ষক নিহত, আহত ৮
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক কলেজশিক্ষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার হারবাং লালব্রিজ এলাকায় এ দুর্ঘটনায় আরও আট যাত্রী আহত হয়েছেন।
নিহত নুরুল আলম (৪০) চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ড বিনামারা এলাকার মোস্তাক আহমদের ছেলে ও বান্দরবান ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের শিক্ষক।
আরও পড়ুন: অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নোবিপ্রবির শিক্ষার্থী নিহত
আহতরা হলেন- সিলেটের মো.আজগর আলীর ছেলে মো. হেলাল উদ্দিন (২৮), সফিক আলীর ছেলে মো. শামিম (২৭), তোতা মিয়ার ছেলে লেদু মিয়া (৪৮), নোয়াখালীর অজি উল্লাহর ছেলে আশরাফ (২৫) তার ভাই কলিম উল্লাহ (৩৭) ও পেকুয়ার শিলখালী ইউনিয়নের আবুল কালামের ছেলে মিশকাত (২১) ও মো. শফির ছেলে মোজাফ্ফর হোসেন (২৮)।
চিরিঙ্গা হাইওয়ে ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম বলেন, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস চকরিয়ার হারবাং লালব্রিজ এলাকায় পৌঁছলে বিপরীতদিক থেকে আসা চট্টগ্রামগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের এক যাত্রী ঘটনাস্থলে নিহত হন।
আরও পড়ুন: চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ২ এসএসসি পরীক্ষার্থী নিহত
তিনি জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
২ বছর আগে
ফরিদপুরে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২
ফরিদপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার মল্লিকপুর এলাকায় এ দুর্ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন।
নিহতরা হলেন, বোয়ালমারী উপজেলার হরিহরনগর গ্রামের সুবাস চন্দ্র দাসের ছেলে ডা. সুব্রত কুমার দাস (৩৫) এবং ডা. দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক ও একই উপজেলার কলিমাঝি গ্রামের আ. সালাম মোল্যার ছেলে মাইক্রোবাসের চালক মনির হোসেন মন্জু (৪০)।
আরও পড়ুন: যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
আহতরা হলেন,ডা. দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. প্রণয় কান্তি লস্কর এবং আলফাডাঙ্গা কাজী সিরাজুল ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উপাধ্যক্ষ ডা. সমীর কুমার বালা।
নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, মাইক্রোবাসের হতাহতরা মাইক্রোবাসে করে ফরিদপুরের বোয়ালমারী থেকে ঢাকা যাচ্ছিলেন। পথের মধ্যে ফরিদপুর-খুলনা মহাসড়কের মল্লিকপুর নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী দিগন্ত পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা দু’জন নিহত হন।
আরও পড়ুন: মোটরসাইকেল দুর্ঘটনায় রাজশাহীতে বাবা-ছেলেসহ নিহত ৩
এ ব্যাপারে করিমপহর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ জানান, বাসটি রেখে চালক পালিয়ে গেছে। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
২ বছর আগে