জনসংযোগ দপ্তর
তিতাসের বিক্রয় সহকারী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তা সৈয়দ আয়েজ উদ্দিন আহমেদ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এক কোটি তিন লাখ টাকা আত্মসাতের অভিযোগে সোমবার এই মামলাটি করা হয়।
দুদকের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক ইউএনবিকে জানান, ঢাকা সমন্বিত কার্যালয়ে মামলাটি করা হয়েছে। দুদক-১ এর প্রাথমিক তদন্তে এ বিষয়ক আলামত পাওয়া গেছে।
মামলার এজাহারে বলা হয়, বিক্রয় সহকারী সৈয়দ আয়েজ ও তার স্ত্রী শাহানা বিলকিস তাদের এক কোটি ১৭ লাখ টাকার সম্পদের বিবরণী জমা দেন, যা তাদের জ্ঞাত আয়ের উৎসের চেয়ে অনেক বেশি।
আরও পড়ুন: অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক জেলার সোহেল রানার বিরুদ্ধে দুদকের মামলা
চট্টগ্রামে দুদকের মামলায় সিআইডির এসআই কারাগারে
৩ বছর আগে