হেলিকপ্টার বিধ্বস্ত
হেলিকপ্টার বিধ্বস্ত: ভারতের সেনা সর্বাধিনায়কসহ ১৩ জন নিহত
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে বুধবার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির তিন বাহিনীর সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী ও ১১ জন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন।
৬৩ বছর বয়সী চার তারকা জেনারেল বিপিন রাওয়াত ভারতের প্রথম ও বর্তমান তিন বাহিনীর সর্বাধিনায়ক তথা চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস)।
জেনারেল বিপিন রাওয়াত ওয়েলিংটনের ডিফেন্স স্টাফ কলেজে একটি লেকচার দিতে যাওয়ার সময় কুন্নুর জেলার নীলগিরির পাহাড়ি এলাকায় তাকে বহন করা হেলকপ্টরটি বিধ্বস্ত হয় এবং এতে আগুন ধরে যায়।
এ দুর্ঘটনায় বিপিন রাওয়াতের সফরসঙ্গী বিমান বাহিনীর এক জ্যৈষ্ঠ কর্মকর্তা মারাত্মক অগ্নিদগ্ধ হয়েছেন। আহত কর্মকর্তা বরুণ সিংহ ওয়েলিংটনের সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ভারতীয় বিমান বাহিনী সন্ধ্যায় এক টুইট বার্তায় জানায়, ‘জেনারেল বিপিন রাওয়াত, শ্রীমতি মধুলিকা রাওয়াত (স্ত্রী) ও হেলিপ্টারে থাকা আরও ১১ জন দুর্ভাগ্যজনকভাবে দুর্ঘটনায় মারা গেছেন।’ ডিএনএ পরীক্ষার মাধ্যমে লাশের পরিচয় নিশ্চিত করা হয়েছে।
এর আগে দুর্ঘটনার পরপরই টুইট বার্তায় দেশটির বিমান বাহিনী জানায়, ‘বিপিন রাওয়াতকে বহন করা আইএএফ এমআই-১৭ভি৫ হেলিকপ্টারটি তামিলনাড়ুর কুন্নুরে দুর্ঘটনার শিকার হয়। এ দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।’
ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার মন্ত্রিসভার সহকর্মী এবং দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী সেনা সর্বাধিনায়কের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
জেনারেল রাওয়াত ৪০ বছরেরও বেশি সময় ধরে ভারতের সশস্ত্র বাহিনীতে কাজ করেছেন। একজন জুনিয়র কমিশনার কর্মকর্তার পদ থেকে ভারতীয় সেনাপ্রধান এবং পরবর্তীতে সেনা,নৌ ও বিমান এই তিন বাহিনীর প্রথম সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পান।
আরও পড়ুন: হেলিকপ্টার বিধ্বস্ত: ভারতের সেনা সর্বাধিনায়কের মৃত্যুর আশঙ্কা
রাষ্ট্রপতি কোবিন্দের বাংলাদেশ সফর দ্বিপক্ষীয় স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ: ভারত
২ বছর আগে
হেলিকপ্টার বিধ্বস্ত: ভারতের সেনা সর্বাধিনায়কের মৃত্যুর আশঙ্কা
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে বুধবার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াতসহ সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তাদের মধ্যে সর্বাধিনায়কের স্ত্রী ও পাঁচজন জ্যৈষ্ঠ সেনা কর্মকর্তা রয়েছেন।
৬৩ বছর বয়সী চার তারকা জেনারেল বিপিন রাওয়াত ভারতের প্রথম ও বর্তমান চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস)।
এক টুইট বার্তায় ভারতের বিমান বাহিনী জানিয়েছে, ‘বিপিন রাওয়াতকে বহন করা আইএএফ এমআই-১৭ভি৫ হেলিকপ্টারটি তামিলনাড়ুর কুন্নুরে দুর্ঘটনার শিকার হয়। এ দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।’
দেশটির কুন্নুর জেলার নীলগিরির পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হওয়া জেনারেল রাওয়াতের হেলিকপ্টারটিতে মোট ১৪ জন আরোহী ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় গণমাধ্যমকে সেনা সূত্র জানিয়েছে, এ ঘটনায় উদ্ধার অভিযান চলছে।
আরও পড়ুন: রাষ্ট্রপতি কোবিন্দের বাংলাদেশ সফর দ্বিপক্ষীয় স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ: ভারত
ভারতের পররাষ্ট্র সচিব শ্রিংলা ঢাকায়
২ বছর আগে
কাশ্মিরে পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, দুই পাইলট নিহত
খারাপ আবহাওয়ার কবলে পড়ে পাকিস্তানের সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিরোধপূর্ণ কাশ্মির উপত্যকায় বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় হেলিকপ্টারের দু’জন পাইলটই নিহত হয়েছেন।
সোমবার দেশটির সামরিক বাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
নিহত দুই পাইলট হলেন মেজর ইরফান বের্চা ও মেজর রাজা জিশান জাহানজেব।
বিবৃতিতে বলা হয়েছে,বিমানটি সিয়াচেন হিমবাহে বিধ্বস্ত হয়েছে। কারাকোরাম রেঞ্জে অবস্থিত বিশ্বের দীর্ঘতম পর্বত হিমবাহগুলির মধ্যে একটি এই সিয়াচেন হিমবাহ। প্রায়ই পাকিস্তান ও ভারতের মধ্যকার বিরোধের কারণে এটিকে ‘পৃথিবীর সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র’ হিসাবে উল্লেখ করা হয়।
আরও পড়ুন: বিমান দুর্ঘটনায় ব্রাজিলিয়ান গায়িকা মারিলিয়া মেনডোসা নিহত
সেনাবাহিনী জানিয়েছে, ইতোমধ্যে উদ্ধারকারী হেলিকপ্টার ও সেনা পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সিয়াচেন এমন একটি জনশূন্য স্থান যেখানে যুদ্ধের চেয়ে তুষারপাত বা তীব্র ঠান্ডায় বেশি সেনা মারা গেছে।
১৯৪৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকেই পাকিস্তান ও ভারতের মধ্যে হওয়া তিনটি যুদ্ধের মধ্যে দুটি হয়েছে কাশ্মীর নিয়ে।
আরও পড়ুন: কেরালার বিমান দুর্ঘটনায় শেখ হাসিনার শোক
তুরস্কে বিমান দুর্ঘটনায় ৭ নিরাপত্তা কর্মী নিহত
২ বছর আগে