কেন্দুয়া
কেন্দুয়ায় ইউপি নির্বাচনে সংরক্ষিত আসনে প্রার্থী তৃতীয় লিঙ্গের সবুজা
নেত্রকোণার কেন্দুয়ায় পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সংরক্ষিত আসনে সবুজ মিয়া ওরফে সবুজা (৪৯) নামে তৃতীয় লিঙ্গের একজন প্রার্থী হয়েছেন।
তিনি ৫ ডিসেম্বর কেন্দুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে শিক্ষা অফিসার মো. ছানোয়ার হোসেনের হাতে মনোনয়নপত্র জমা দেন।
সবুজা গড়াডোবা ইউনিয়নের বাশাটি গ্রামের আবুল কালাম ও মরিয়ম দম্পতির সন্তান। তিনি গড়াডোবা ইউনিয়নের ৭,৮,৯ (সংরক্ষিত মহিলা আসন) ওয়ার্ডে নির্বাচন করবেন।
সবুজা বলেন, আমি তৃতীয় লিঙ্গের মানুষ। বিয়ে নেই, স্বামী-সন্তান নেই। সাধারণ মানুষের সেবা করতে নির্বাচন করছি। আমি গরীব-দুঃখি মানুষের পাশে থাকতে চাই, সবার দোয়া চাই।
আরও পড়ুন: ইউপি নির্বাচনে দুই সতীন মুখোমুখি, বিপাকে স্বামী
বিষয়টি নিশ্চিত করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ছানোয়ার হোসেন বলেন, রবিবার গড়াডোবা ও গন্ডা দুই ইউনিয়নের মনোনয়নপত্র জমা নেয়ার দায়িত্ব পালন করেছি। গড়াডোবা ইউনিয়নের চেয়ারম্যান পদে মজিবুর রহমান বাবলু ও বাংলাদেশ ইসলামিক আন্দোলন এর প্রার্থী মো. জিয়া উদ্দিন ও সংরক্ষিত আটজন এবং সাধারণ সদস্য পদে ২৭ জন মনোনয়ন জমা দিয়েছেন। এদের মধ্যে সংরক্ষিত ৭,৮,৯ ওয়ার্ডে সবুজ মিয়া ওরফে সবুজা নামে একজন তৃতীয় লিঙ্গের প্রার্থী রয়েছেন।
অপরদিকে গন্ডা ইউনিয়নের চেয়ারম্যান পদে পাঁচজন মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন-শহীদুল ইসলাম আকন্দ, সিরাজুল ইসলাম, আমিরুল ইসলাম রুবেল, মো.আঞ্জু মিয়া এবং বাংলাদেশ ইসলামিক আন্দোলন এর মনোনীত প্রার্থী মাওলানা রায়হারুল ইসলাম। এছাড়া সংরক্ষিত (মহিলা) ছয়জন ও সাধারণ সদস্য ১৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উল্লেখ্য,পঞ্চম ধাপে ৭০৭ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ আগামী বছরের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ইউপি নির্বাচন: লালমনিরহাটে স্বামী-স্ত্রীর লড়াই
ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে দুই ভাইয়ের ভোটযুদ্ধ
৩ বছর আগে