বিব্রতকর
মুরাদের সাম্প্রতিক কিছু বক্তব্যে দল ও সরকার বিব্রতকর অবস্থায় পড়েছে: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বেশ কিছুদিন যাবৎ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের পরিবর্তন দেখা যাচ্ছিল। তার সাম্প্রতিক কিছু বক্তব্যে দল ও সরকার বিব্রতকর অবস্থায় পড়েছে। সে জন্য তাকে পদত্যাগ করতে বলেছেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নে জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, তার স্বাক্ষরিত পদত্যাগ পত্রটি তার জনসংযোগ কর্মকর্তা গিয়াস উদ্দীন কিছুক্ষণ আগে মন্ত্রিপরিষদে জমা দিয়েছেন।
আরও পড়ুন: মার্চে বঙ্গবন্ধু বায়োপিক মুক্তি পেতে পারে: তথ্যমন্ত্রী
মন্ত্রী বলেন, প্রতিমন্ত্রী হিসেবে তিনি আমাকে সহযোগিতা করে এসেছেন। সেজন্য তার মঙ্গল কামনা করছি।
মন্ত্রী আরও বলেন, তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক। জেলা আওয়ামী লীগের পদ থাকা না থাকা নিয়ে সিদ্ধান্ত নেবে জেলা আওয়ামী লীগ।
আরও পড়ুন: খালেদা জিয়ার স্বাস্থ্য আর তারেক রহমানের শাস্তি নিয়েই বিএনপি’র রাজনীতি: তথ্যমন্ত্রী
প্রতিমন্ত্রী মুরাদ দাবি করছেন প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেই বক্তব্য দিচ্ছেন এ বিষয়ে মন্ত্রী বলেন, উনি যে সব বক্তব্য দিয়েছেন সে বক্তব্যগুলো দল, সরকার বা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা না করেই দিয়েছেন।
২ বছর আগে