তিতাস নদী দখলাদারদের তালিকা
তিতাস নদী দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
তিতাস নদীর অবৈধ দখলদারদের তালিকা দাখিল করতে নদী রক্ষা কমিশনের প্রতি আদেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো.মোস্তাফিজুর রহমান বেঞ্চ এই আদেশ দেন।
রিট আবেদনকারী সুপ্রিমকোর্টের আইনজীবী এ কিউ এম সোহেল রানা আদেশের বিষয়ে নিশ্চিত করেন। তিনি নিজেই রিটের শুনানি করেন এবং তাকে সুপ্রিমকোর্টের আইনজীবী মুহাম্মদ রেজাউল করিম রেজা সহায়তা করেন।
আরও পড়ুন: ইভ্যালির সিইও রাসেলের বিরুদ্ধে সাতক্ষীরার আদালতে মামলা
অ্যাডভোকেট সোহেল রানা বলেন, নদী রক্ষা কমিশনকে তিতাস নদী দখলের সঙ্গে জড়িতদের তালিকা ৯০ দিনের মধ্যে আদালতে দাখিলে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আদালত সংশ্লিষ্টদের প্রতি রুলও জারি করেছেন। রুলে তিতাস নদীর অবৈধ দখল, দূষণ রোধ ও সীমানা নির্ধারণে বিবাদীদের নিস্ক্রিয়তাকে অবৈধ হবে না তা জানতে এবং চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
তিতাস নদী দখল ও দূষণ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়ে লিগ্যাল নোটিশ দেন অ্যাডভোকেট সোহেল রানা।
আরও পড়ুন: রিজেন্সির কবির-ফাহিমের জামিন বিষয়ে আদালতের ব্যাখ্যা তলব
গত ১৬ নভেম্বর লিগ্যাল নোটিশটি পাঠানো হয়। সংশ্লিষ্টরা প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়ায় ৩০ নভেম্বর জনস্বার্থে হাইকোর্টে রিটটি দায়ের করা হয়। রিটে ভূমি সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সচিব, পানি সম্পদ সচিব, চেয়ারম্যান বিআইডব্লিউটি, চেয়ারম্যান নদী রক্ষা কমিশনসহ ১১ জনকে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়।
৩ বছর আগে