নোবিপ্রবির শিক্ষার্থী নিহত
অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নোবিপ্রবির শিক্ষার্থী নিহত
নোয়াখালীর সদর উপজেলায় অটোরিকাশায় ট্রাকের ধাক্কায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি)এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১টার দিকে সোনাপুর জিরো পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।
নিহত অজয় মজুমদার কার্তিক (২৩) সুবর্নচর উপজেলার চরবাটা ইউনিয়নের বাদল চন্দ্র মজুমদারের ছেলে ও নোবিপ্রবির ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ৩য় বর্ষের ছাত্র।
আরও পড়ুন: চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ২ এসএসসি পরীক্ষার্থী নিহত
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, অজয় মজুমদার বিশ্ববিদ্যালয়ের ক্লাশ শেষে সিএনজি চালিত অটোরিকশায় জেলা শহর মাইজদীর মেসে যাচ্ছিল। এ সময় পেছন থেকে একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দিলে সে রাস্তায় পড়ে যায় এবং ঘটনাস্থলে নিহত হয়।
তিনি বলেন,‘একজন শিক্ষার্থীর মৃত্যু খুবই মর্মান্তিক। বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আমরা শোক প্রকাশ করছি।’
সোনাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজী সুলতান আহসান বলেন,‘দুর্ঘটনার পর পরই চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের জন্য আমরা অভিযান চালাচ্ছি।’
আরও পড়ুন: ঝিনাইদহে ১১ মাসে সড়কে আড়াই কোটি টাকা জরিমানা আদায়
নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার উল আলম বলেন, মেধাবী এ শিক্ষার্থীর অকাল প্রয়াণ কষ্ট ও বেদনার। তার পরিবারের সদস্যদের জন্য এ শোক সহ্য করা কঠিন। তার প্রয়াণে একটি সম্ভাবনার মৃত্যু ঘটল।
এদিকে, বিচার এর দাবিতে বিকাল সাড়ে ৪টার থেকে জেলা শহর মাইজদীতে প্রধান সড়কের ওপর অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। ফলে প্রধান সড়কে সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
২ বছর আগে