অ্যাস্টাজেনেকা
বাংলাদেশকে সাড়ে ৫ লাখ ডোজ অ্যাস্টাজেনেকা টিকা দিল মালয়েশিয়া
করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে লড়াইয়ে সংহতি ও সমর্থনের নিদর্শন হিসেবে বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকা টিকারাখা পাঁচ লাখ ৫৯ হাজারের বেশি ডোজ দিয়েছে মালয়েশিয়া।
মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনা মো. হাশিম পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আব্দুল মোমেনের কাছে কিছু প্রতীকী টিকার ডোজ হস্তান্তর করেন।
এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব), পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ঢাকায় নিযুক্ত মালয়েশিয়া হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মালয়েশিয়ান হাইকমিশনার হাশিম বাংলাদেশ সরকারকে পাঁচ লাখ ৫৯ হাজার ২০০ ডোজ করোনাভাইরাসের টিকা ও চিকিৎসা সরঞ্জাম উপহার দেন। এ সময় তিনি এই উপহারকে দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ, উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে অভিহিত করেন।
মালয়েশিয়ান হাইকমিশনার আরও জানান, মালয়েশিয়া সরকারের টিকা দেয়ার দেশের তালিকা সীমিত থাকা সত্ত্বেও, টিকা উপহার দেয়ার ক্ষেত্রে তারা বাংলাদেশকে অগ্রাধিকার দিয়েছে।
আরও পড়ুন: কোভিড-১৯: ৩১ ডিসেম্বরের মধ্যে শতভাগ নাগরিককে প্রথম ডোজ টিকা দেয়ার লক্ষ্য ভারতের
৩ বছর আগে