সলিমুল্লাহ মুসলিম হল
মুরাদের বিরুদ্ধে থানায় ঢাবির সাবেক শিক্ষার্থীর অভিযোগ
সদ্য তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মামলা করতে রাজধানীর শাহবাগ থানায় লিখিত অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক সাবেক শিক্ষার্থী। জুলিয়াস সিজার তালুকদার নামে ওই সাবেক শিক্ষার্থী মঙ্গলবার ডিজিটাল নিরাপত্তা আইনে এই অভিযোগ করেন।
জুলিয়াস বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি)।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি ভিডিও ক্লিপে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের দেয়া বক্তব্যে বিকৃত যৌনাচার ও বিদ্বেষমূলক বার্তা রয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করেন তিনি।
অভিযোগপত্রে তিনি বলেন, ভিডিওতে ডা. মুরাদ স্পষ্টভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কটূক্তি করেছেন। এর মাধ্যমে তিনি দেশের সর্ব প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠকে উদ্দেশ্যমূলকভাবে তাচ্ছিল্য করেছেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী রোকেয়া হল এবং শামসুন্নাহার হলের নারী শিক্ষার্থীদের চরিত্র হননের অপচেষ্টা করেছেন তিনি।
আরও পড়ুন: নারীদের কাছে ‘ক্ষমা’ চাইলেন মুরাদ
জুলিয়াস সিজার তালুকদার বলেন, তার বক্তব্যে নারীর রাজনীতি ও সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণের বিরাধীতা প্রকাশ পেয়েছে। আমরা মনে করি যেকোন বিদ্যাপীঠই পবিত্র স্থান। আর একজন নাগরিকের চারিত্রিক বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে একটি সীমারেখা রক্ষা করা সকল নাগরিকের দায়িত্ব।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদূত হাওলাদার ইউএনবিকে বলেন, আমরা ইতোমধ্যে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি যেহেতু ডিজিটাল নিরাপত্তা আইনের মধ্যে পড়ে, তাই অভিযোগটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার অপরাধ বিভাগে স্থানান্তর করা হবে। পরবর্তীতে তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: মুরাদকে জেলা আ’লীগ থেকে অব্যাহতি
মুরাদের সাম্প্রতিক কিছু বক্তব্যে দল ও সরকার বিব্রতকর অবস্থায় পড়েছে: তথ্যমন্ত্রী
২ বছর আগে