তিতুমীর এক্সপ্রেস
নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে ৪ শিশু নিহত
নীলফামারী সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে চার শিশু নিহত হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে উপজেলার বউবাজার এলাকায় রেললাইনের পাশে খেলা করার সময় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে তাদের সবাই ১২ থেকে ১৪ বছর বয়সী বলে পুলিশ জানিয়েছে।
নীলফামারী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান এ ঘটনা নিশ্চিত করে জানান, নীলফামারী থেকে রাজশাহীগামী 'তিতুমীর এক্সপ্রেস' ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
আরও পড়ুন: চাঁদপুর-সিলেট আন্তনগর ট্রেন এখনও স্বপ্ন!
চট্টগ্রামে ট্রেন-বাস-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহতের সংখ্যা বেড়ে ৩
বাংলাদেশে ট্রেন দুর্ঘটনা
সাধারণত লেভেল ক্রসিং, রেললাইন ও ইঞ্জিন-কোচের ত্রুটিসহ বেশ কিছু কারণে বাংলাদেশে ট্রেন দুর্ঘটনাগুলো ঘটে থাকে।
বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুসারে, ২০১৯ সালের আগস্ট পর্যন্ত এক হাজার ৪১২টি লেভেল ক্রসিংয়ের মাত্র ৪৬৬টি গেটে গেটম্যান ছিল।
২০১৯ সালের নভেম্বরে ঢাকা-চট্টগ্রাম রুটে ঢাকাগামী তূর্ণা নিশিতা এক্সপ্রেস ও চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলস্টেশনের কাছে একটি মারাত্মক দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছিল।
গ্রিন ক্লাব অব বাংলাদেশ (জিসিবি) এবং নৌ-সড়ক-রেলপথ রক্ষা জাতীয় কমিটির যৌথভাবে তৈরি করা জুলাইয়ের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত রেল দুর্ঘটনায় ২৬ নারী ও ১১ শিশুসহ অন্তত ১১৩ জন নিহত হয়েছে।
৩ বছর আগে