অনুসন্ধান কমিটি
রংপুরে ‘পুলিশি নির্যাতনে’ মৃত্যু: ৩ সদস্যের অনুসন্ধান কমিটি গঠন হাইকোর্টের
রংপুরের হারাগাছে পুলিশের বিরুদ্ধে তাজুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগের ঘটনায় তিন সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করেছেন হাইকোর্ট। বুধবার (৮ ডিসেম্বর) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
রংপুরের জেলা ও দায়রা জজের নেতৃত্বে রংপুরের কমিটিতে থাকবেন অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত পুলিশ কমিশনার। আগামী ১৫ দিনের মধ্যে এই কমিটিকে একটি রিপোর্ট আদালতে দাখিল করতে বলা হয়েছে।
আদালতে রিটের শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।
আরও পড়ুন: রংপুরে ‘পুলিশি নির্যাতনে’ মৃত্যু: তদন্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিলের নির্দেশ
অমিত দাশ গুপ্ত জানিয়েছেন, হাইকোর্ট তাজুল ইসলামের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেছেন।
এর আগে গত ৩ ডিসেম্বর রংপুরের হারাগাছে পুলিশের বিরুদ্ধে তাজুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগে পুলিশের গঠন করা তদন্ত কমিটির রিপোর্ট দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। এর ধারাবাহিকতায় এই অনুসন্ধান কমিটি গঠন করে দেন হাইকোর্ট।
গত ১ নভেম্বর রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে পুলিশের বিরুদ্ধে তাজুল ইসলাম নামের ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। পরের দিন গত ২ নভেম্বর এ ঘটনা নিয়ে পত্রিকায় প্রকাশিত রিপোর্ট আমলে নিয়ে স্বপ্রণোদিত হয়ে রংপুরের হারাগাছে পুলিশের বিরুদ্ধে তাজুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনার পরিপ্রেক্ষিতে কী ব্যবস্থা নেয়া হয়েছে তা জানতে চান হাইকোর্ট।
ঘটনাটি নিয়ে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
আরও পড়ুন: পুলিশি হেফাজত থেকে পালিয়ে যাওয়া রোহিঙ্গা টেকনাফে গ্রেপ্তার
৩ বছর আগে