অনলাইন চাকরি
অনলাইনে চাকরির ইন্টারভিউ দিতে প্রয়োজনীয় পাঁচ অনলাইন প্ল্যাটফর্ম
বর্তমান বিরামহীন প্রযুক্তির বিকাশের যুগে যে কোন চাকরিতে পদোন্নতির পাশাপাশি চাকরি লাভের ক্ষেত্রে প্রযুক্তি জ্ঞান ও দক্ষতাকে একটি আবশ্যিক হার্ড স্কিল হিসেবে দেখা হয়।
২০২০ সালে মহামারি করোনা কারণে মানুষের স্বাভাবিক জীবনযাপনে অচলাবস্থার সৃষ্টি হয়। এর ফলে দূর-দুরান্ত থেকে কাজের প্রয়োজনীয়তায় বিভিন্ন প্রতিষ্ঠানগুলো লোক নেয়া থেকে শুরু করে নানা কাজে ভিডিও কনফারেন্সিং সফটওয়্যারগুলোর ওপর নির্ভর করা শুরু করে। পাশাপাশি কর্মকর্তাদের এই সফটওয়্যারগুলোতে দক্ষতার বিষয়টিও অনস্বীকার্য হয়ে পড়ে। তাই চাকরি প্রত্যাশীদের ইন্টারভিউয়ের সুবিধার্থে এই ফিচারে থাকছে বহুল ব্যবহৃত পাঁচ অনলাইন প্ল্যাটফর্মের বিস্তারিত।
আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ১০ শহর
অনলাইন এ চাকরির ইন্টারভিউ দিতে প্রয়োজনীয় পাঁচ সফটওয়্যার
জুম
বহুল জনপ্রিয় এই সফটওয়্যারে সম্পূর্ণ ফ্রিতে সর্বোচ্চ ১০০ জন ৪০ মিনিট ধরে মিটিং করতে পারে। আগে থেকেই একটি নির্দিষ্ট সময়ে মিটিং ঠিক করে তার লিংক সবার সাথে শেয়ার করা যায়। মিটিংয়ের নিরাপত্তার স্বার্থে আছে পাসওয়ার্ড সংরক্ষিত মিটিং লিংকের ব্যবস্থা। মিটিংয়ের লিংক ক্লিক করার পর সেই পাসওয়ার্ড দেয়ার পরেই কেবলমাত্র মিটিংয়ে অংশগ্রহণ করা যায়৷ এর জন্য মিটিংয়ের প্রত্যেককে জুম অ্যাপটি তাদের নিজ নিজ ডিভাইসে ইনস্টল করতে হয়।
৩ বছর আগে