ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল
ঢামেক হাসপাতালে যুদ্ধাপরাধী হাজতির মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বৃহস্পতিবার এক যুদ্ধাপরাধী হাজতির মৃত্যু হয়েছে।
নিহত নিজামুল হক মিয়া (৭৬) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সাধুহাটি গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরাণীগঞ্জ) ডেপুটি জেলার সুভাষ চন্দ্র বালা বলেন, মানবতা বিরোধী অপরাধের দ্বায়ে কারাবন্দী (যুদ্ধ অপরাধী) নিজামুল হককে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: সিরাজগঞ্জ জেলা কারাগারে হাজতির মৃত্যু
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, বৃহস্পতিবার (১৫ জুন) ভোরে কেন্দ্রীয় কারাগার (কেরাণীগঞ্জ) থেকে অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী মো. সোলায়মান প্রধানসহ কারারক্ষীরা তাকে সকাল ৬টা ৮ মিনিটের দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: কুড়িগ্রাম জেলা কারাগারে হাজতির মৃত্যু
নারায়ণগঞ্জ জেলা কারাগারে হাজতির মৃত্যু
১ বছর আগে
ঢামেকে ৭০ বছর বয়সী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৭০ বছর বয়সী এক আসামির মৃত্যু হয়েছে।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের বন্দী মানিক মিয়া গুরুতর অসুস্থ হয়ে গত কয়েকদিন ধরে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সহকারী প্রধান কারারক্ষী ইসমাইল জানান, টাঙ্গাইলের মির্জাপুরের ৭০ বছর বয়সী ওই বৃদ্ধের অবস্থার অবনতি হওয়ায় তাকে আজ (বুধবার) ঢামেক হাসপাতালে রেফার করা হয়।
রাত ৮টা ৫ মিনিটে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে মানিককে মৃত ঘোষণা করা হয় বলে জানান তিনি।
লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।
আরও পড়ুন: কুমিল্লায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
ফেনীতে ১৯ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
১ বছর আগে
ঢামেক মর্গে মকবুলের মরদেহ দেখতে ফখরুল
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে বুধবার পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত মকবুল হোসেনের মরদেহ দেখতে যান।
বৃহস্পতিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন যে বৃহস্পতিবার সকালে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যেতে পুলিশ বাধা দিলে, বিএনপির জ্যেষ্ঠ এই নেতা সেখানে (ঢামেক) যান।
ফখরুল হাসপাতালে নিহত মকবুলের স্ত্রী হালিমা ও মেয়ে মিতুলকে সমবেদনা জানান এবং তাদের আর্থিক সহায়তা দেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের সময় পল্লবীর পাঁচ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন নিহত হন।
আরও পড়ুন: বিএনপির কার্যালয়ে বোমাগুলো পুলিশ রেখেছিল: ফখরুল
ফখরুলকে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে যেতে বাধা
নয়াপল্টনে পুলিশের অভিযানে নিহত ২, শতাধিক আহত, গ্রেপ্তার ৬০০: ফখরুল
১ বছর আগে
মুন্সিগঞ্জে আগুন: দুই সন্তান-স্বামীর পর চলে গেলেন স্ত্রীও
মুন্সিগঞ্জ সদর উপজেলায় একটি ভবনে বিস্ফোরণে দগ্ধ দুই শিশু সন্তান এবং স্বামীর পর স্ত্রীও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, সদর উপজেলার চর মুক্তারপুরের কাউসার খানের স্ত্রী শান্তা বেগম (২৮) এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বুধবার রাত আড়াইটার দিকে শেখ হাসিনা ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎধীন অবস্থায় মারা যান।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে দগ্ধ সোলায়মানের মৃত্যু
গত ৪ ডিসেম্বর শান্তার স্বামী কাউসার ও ২ ডিসেম্বর তাদের দুই সন্তান ইয়াসমিন (৬) এবং ফাতেমা (৩) হাসপাতালে চিকিৎসাধীন মারা যায়।
২ ডিসেম্বর ভোর রাত সাড়ে ৪টার দিকে শহরের চর মুক্তারপুরের শাহ সিমেন্ট রোডে জয়নাল মিয়ার চারতলা ভবনের দ্বিতীয় তলার তিনটি কক্ষে বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের চারজনসহ পাচঁ জন দগ্ধ হন।
প্রতিবেশী হৃতিকা পাল বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পেশাগত কারণে মৃত কাউসার আট বছরেরও বেশি সময় পরিবার নিয়ে মুন্সিগঞ্জে বসবাস করে আসছিলেন।
আরও পড়ুন: ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে আগুন, নারীসহ দগ্ধ ৪
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব খান জানান, , প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লিকেজ হয়ে কক্ষে জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণ ঘটে। তবে সিআইডির একটি দল ঘটনাটি তদন্ত করছে।
২ বছর আগে