মুন্সিগঞ্জে আগুন
মুন্সিগঞ্জে আগুন: দুই সন্তান-স্বামীর পর চলে গেলেন স্ত্রীও
মুন্সিগঞ্জ সদর উপজেলায় একটি ভবনে বিস্ফোরণে দগ্ধ দুই শিশু সন্তান এবং স্বামীর পর স্ত্রীও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, সদর উপজেলার চর মুক্তারপুরের কাউসার খানের স্ত্রী শান্তা বেগম (২৮) এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বুধবার রাত আড়াইটার দিকে শেখ হাসিনা ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎধীন অবস্থায় মারা যান।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে দগ্ধ সোলায়মানের মৃত্যু
গত ৪ ডিসেম্বর শান্তার স্বামী কাউসার ও ২ ডিসেম্বর তাদের দুই সন্তান ইয়াসমিন (৬) এবং ফাতেমা (৩) হাসপাতালে চিকিৎসাধীন মারা যায়।
২ ডিসেম্বর ভোর রাত সাড়ে ৪টার দিকে শহরের চর মুক্তারপুরের শাহ সিমেন্ট রোডে জয়নাল মিয়ার চারতলা ভবনের দ্বিতীয় তলার তিনটি কক্ষে বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের চারজনসহ পাচঁ জন দগ্ধ হন।
প্রতিবেশী হৃতিকা পাল বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পেশাগত কারণে মৃত কাউসার আট বছরেরও বেশি সময় পরিবার নিয়ে মুন্সিগঞ্জে বসবাস করে আসছিলেন।
আরও পড়ুন: ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে আগুন, নারীসহ দগ্ধ ৪
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব খান জানান, , প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লিকেজ হয়ে কক্ষে জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণ ঘটে। তবে সিআইডির একটি দল ঘটনাটি তদন্ত করছে।
৩ বছর আগে