জুট মিলে আগুন
রাজবাড়ী জুট মিলে আগুন
রাজবাড়ী সদর উপজেলার আলাদিপুর এলাকায় একটি জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম জানান, শুক্রবার সকাল ৬টার দিকে আলাদীপুর এলাকায় রাজবাড়ী জুট মিলের উৎপাদন ইউনিট-১ এর একটি তেলের ট্যাংকারে আগুনের সূত্রপাত হয় এবং কিছুক্ষণের মধ্যেই আগুন কারখানায় ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: চট্টগ্রামে ঝুট গুদামে আগুন
খবর পেয়ে ঘটনাস্থলে রাজবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুই ঘণ্টা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কিছুক্ষণ পর আরও পাঁচটি ইউনিট যোগ হয়ে আরও দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
নজরুল বলেন,‘পুরোপুরি আগুন নেভানোর জন্য এখনও চেষ্টা চলছে।’
আরও পড়ুন: মুন্সিগঞ্জে আগুন: দুই সন্তান-স্বামীর পর চলে গেলেন স্ত্রীও
তবে মিল মালিক ও শ্রমিকরা দাবি করেছেন, তেলের ট্যাংকার থেকে আগুনের সূত্রপাত হয়নি।
রাজবাড়ী জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন শেখ জানান, তারা মিল শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন।
৩ বছর আগে