লঞ্চ থেকে তরুণীর লাশ উদ্ধার
বরিশালে লঞ্চ থেকে তরুণীর লাশ উদ্ধার
বরিশালে এমভি কুয়াকাটা-২ নামে একটি লঞ্চ থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী এমভি কুয়াকাটা-২ লঞ্চ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত শারমিন আক্তার (২৬) ঢাকা পলিটেকনিক সংলগ্ন কুনিপাড়া এলাকার এনায়েত হোসেন ফকিরের মেয়ে।
আরও পড়ুন: কুমিল্লায় ডাক বিভাগের নৈশ প্রহরীর লাশ উদ্ধার
লঞ্চের লস্কর মো. সোহাগ জানান, ১৮’শ টাকায় কেবিনটি স্বামী স্ত্রী পরিচয়ে ভাড়া নেয়। সকালে কেবিনটি বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পাওয়া যায়। সন্দেহ হলে তালা খুলে কেবিনে তরুণীর লাশ দেখতে পাই। এরপর পুলিশে খবর দেয়া হয়।
বরিশাল কোতয়ালী মডেল থানার পরিদর্শক লোকমান হোসেন জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না সেটা নিশ্চিত নই। তবে আশা করছি দ্রুত আসামি গ্রেপ্তারে সক্ষম হব এবং ওই তরুণীর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
আরও পড়ুন: সাভারে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক শহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফিঙ্গার প্রিন্ট দিয়ে তরুণীর নাম ও পরিচয় পাওয়া গেছে। তবে বিস্তারিত কোনো তথ্য মেলেনি।
৩ বছর আগে