‘জলদস্যু’ নিহত
পাথরঘাটায় কথিত বন্দুকযুদ্ধে ‘জলদস্যু’ নিহত
বরগুনার পাথরঘাটায় কথিত বন্দুকযুদ্ধে এক ‘জলদস্যু’ নিহত হয়েছেন বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বাদুরতলা এলাকায় বিষখালি নদীর তীরের একটি জঙ্গলে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: কেরানীগঞ্জে কথিত বন্দুকযুদ্ধে নিহত ২
র্যাব-৮ সূত্র জানায়, সংঘবদ্ধ একদল জলদস্যু ডাকাতির প্রস্ততি নিয়ে ওই এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে অভিযান চালায় র্যাব। এই সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা অতর্কিত গুলি চালায়। পরে র্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে জলদস্যুরা পিছু হটে পালিয়ে যায়। এরপর ঘটনাস্থলে থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পাথরঘাটা থানা পুলিশকে খবর দেয় র্যাব।
আরও পড়ুন: চট্টগ্রামে হত্যা মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, খবর পেয়ে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তার নাম ঠিকানা জানা যায়নি।
২ বছর আগে