ভিকি কৌশল
৬৩ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন আল্লু অর্জুন
দক্ষিণী তারকা আল্লু অর্জুন ৬৩ বছরের মধ্যে প্রথম তেলেগু অভিনেতা হিসেবে ৬৯তম জাতীয় পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন।
এর মধ্যেদিয়ে তার ‘পুষ্পা: দ্য রাইজ’ জাদু ফের টক অব দ্য টাউন হয়ে উঠেছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভারতীয় গণমাধ্যম এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হযেছে, দেশটির রাজধানী দিল্লিতে আয়োজিত প্রেস মিটে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
২০২১ সালের ডিসেম্বরে পুষ্পা সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। ছবিটিতে শুধুমাত্র তার ব্যতিক্রমী অভিনয়ের জন্যই প্রশংসিত হননি; সংলাপ, ক্যারিশম্যাটিক সোয়াগ এবং পর্দায় শক্তিশালী উপস্থিতিতে দর্শকের মন কেড়েছে এই তারকা।
এ ছাড়া, সিনেমাটির সামি সামি, শ্রীবল্লী, ওও আন্তাভা নামের গানগুলো বিশ্বব্যাপী দর্শকনন্দিত হয়েছে।
আল্লু অর্জুন বর্তমানে এই সিনেমার দ্বিতীয় অংশের শুটিংয়ে ব্যস্ত। এতেও তার নায়িকা হিসেবে থাকবেন রাশ্মিকা মান্দান্না।
আরও পড়ুন: শ্রীদেবী থেকে কৃতি শ্যানন: এক নজরে বলিউডের আইকনিক মায়েরা
১ বছর আগে
ক্যাটরিনার স্বামী ভিকি’র ওপর গোয়েন্দাগিরি করতে চান সালমান খান!
সুপারস্টার সালমান খান তার প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফের স্বামী ভিকি কৌশলের ওপর গোয়েন্দাগিরি করতে চান। শনিবার ভারতীয় গণমাধ্যম এএনআইয়ের এক প্রতিবেদনে এমন মজার তথ্য জানা গেছে।
এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৬'-এর একটি আসন্ন পর্বে উপস্থাপক সালমান খানের সঙ্গে দেখা যায় ক্যাটরিনা কাইফ, ইশান খট্টর ও সিদ্ধান্ত চতুর্বেদীকে। তারা তাদের নতুন ছবি ‘ফোন ভূত’ এর প্রচারণায় এসেছিলেন।
কালারস টিভি সাম্প্রতিক পর্বের বেশ কয়েকটি প্রোমো প্রকাশ করেছে, যাতে ক্যাটরিনাকে উপস্থাপক সালমানের সঙ্গে মজার কিছু সময় কাটাতে দেখা যায়।
একটি প্রোমোতে সালমানকে ক্যাটরিনাকে বলতে দেখা যায় যে যদি তিনি একদিন ভূত হয়ে যান; তবে তিনি ক্যাটের স্বামী অভিনেতা ভিকি কৌশলের ওপর গুপ্তচরবৃত্তি করতে চান।
এর আগে ক্যাটরিনা সালমানকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি ভূত হয়ে গেলে, কার ওপর গুপ্তচরবৃত্তি করতে চান?
আরও পড়ুন: অবশেষে বিয়ে করলেন ক্যাটরিনা-ভিকি
এর জবাবে সালমান বলেন, ‘একজন লোক আছে, যার নাম ভিকি কৌশল।’
এসময় স্বামীর নাম শুনে লজ্জায় লাল হয়ে যান ক্যাটরিনা।
কেন তার স্বামীর ওপর গুপ্তচরবৃত্তি করতে চান ক্যাটরিনার এমন প্রশ্নের জবাবে সালমান বলেন, ‘লাভিং হ্যায়, কেয়ারিং হ্যায়, ইয়া ডেয়ারিং হ্যায়। উসকে বারে মে বাত করতা হু তো আপ ব্লাশিং হ্যায় (তিনি প্রেমময়, যত্নশীল ও সাহসী। আর যখন আমি তার সম্পর্কে কথা বলি, আপনি লজ্জায় লাল হয়ে যান।’
সালমানের উত্তর শুনে ক্যাটরিনার মুখে হাসি দেখা যায়।
বিগ বসের শনিবারের এপিসোডে ক্যাটরিনা ও সালমানকে ‘টিপ টিপ বরসা পানি’ গানে নাচতেও দেখা যাবে।
অন্যদিকে, সালমান ও ক্যাটরিনার ভক্তদের জন্য আগামী বছরের দীপাবলির জন্য একটি বিশেষ উপহার রয়েছে। ২০২৩ সালের নভেম্বরে মুক্তি পাবে এই জুটির ‘টাইগার ৩’ ছবিটি।
আরও পড়ুন: ক্যাটরিনার বিয়েতে প্রাক্তন প্রেমিক সালমান ও রণবীরকে 'নিমন্ত্রণ করা হয়নি'
বলিউড: ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলকে হত্যার হুমকি!
২ বছর আগে
বলিউড: ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলকে হত্যার হুমকি!
বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অন্যতম অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও তার স্বামী- অভিনেতা ভিকি কৌশলকে ইনস্টাগ্রামে মৃত্যুর হুমকি দেয়া হয়েছে।এরপরই এই সেলিব্রিটি দম্পতি পুলিশের কাছে নিজেদের জীবনের সুরক্ষা চেয়েছেন।
একজন পুলিশ কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে জানান, ‘দুই অভিনেতার অভিযোগের ভিত্তিতে ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর মুম্বাইয়ের সান্তাক্রুজ থানায় একটি এফআইআর করা হয়েছে। আমরা এ বিষয়ে তদন্তও শুরু করেছি।’
গত বছরের ডিসেম্বরে গাঁটছড়া বাঁধেন ক্যাটরিনা ও ভিকি কৌশল।
বিয়ের অনুষ্ঠানে কোনো অতিথিকে মোবাইল ফোন নিয়ে যাওয়ার অনুমতি দেয়া না হলেও সন্ধ্যায় নব দম্পতি হিসেবে তার ও ভিকির প্রথম ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন ক্যাটরিনা।
ছবি শেয়ার করে ক্যাটরিনা লেখেন, ‘সব কিছুর জন্য আমাদের হৃদয়ে শুধু ভালোবাসা ও কৃতজ্ঞতা যা আমাদের এই মুহূর্তে নিয়ে এসেছে। একসঙ্গে এ নতুন যাত্রা শুরু করায় আপনাদের সবার দোয়া ও ভালোবাসা চাই।’
আরও পড়ুন: অবশেষে বিয়ে করলেন ক্যাটরিনা-ভিকি
হংকং-এ জন্মগ্রহণকারী ক্যাটরিনা কাইফ মডেল হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন। এই অভিনেত্রী ২০০৩ সালে অ্যাকশন ফিল্ম ‘বুম’- দিয়ে তার বলিউড যাত্রা শুরু করেন, যদিও ছবিটি ফ্লপ হয়েছিল। দুই বছর পর তিনি ‘ম্যায়নে পেয়ার কিয়ুন কিয়া’- নামের রোমান্টিক কমেডি ঘরানার ছবি দিয়ে বাণিজ্যিক ধারায় সাফল্য অর্জন করেন।
এরপর তার হিট ছবির তালিকায় আছে- ‘নমস্তে লন্ডন’ (২০০৭), ‘নিউ ইয়র্ক’ (২০০৯), ‘আজব প্রেম কি গজব কাহানি’ (২০০৯),‘রাজনীতি’ (২০১০), ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ (২০১১), ‘এক থা টাইগার’ (২০১২), ‘ধুম ৩’ (২০১৩) ও ‘ব্যাং ব্যাং’ (২০১৪)।
ক্যাটরিনার অন্যান্য সর্বোচ্চ আয়কারী বলিউড ছবি হল ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘টাইগার জিন্দা হ্যায়’ এবং ২০১৯ সালে ‘ভারত’। এই দুই ছবিতেই তার সহ-অভিনেতা ছিলেন সালমান খান।
তার শেষ অ্যাকশন ছবি ছিল ‘সূর্যবংশী’,এ ছবিতে তার সহ-অভিনেতা ছিলেন অক্ষয় কুমার ও অজয় দেবগন।
অন্যদিকে, অ্যাকশন ডিরেক্টর শাম কৌশল ও তার স্ত্রী বীনার ঘরে জন্মগ্রহণকারী ভিকি ২০১২ সালে ক্রাইম ড্রামা ‘গ্যাংস অব ওয়াসেপুর’-চলচ্চিত্রে নির্মাতা অনুরাগ কাশ্যপের সহকারী পরিচালক হিসেবে বলিউডে পা রাখেন।
মূল চরিত্র হিসেবে তার প্রথম কাজ ছিল ২০১৫ সালে প্রচারিত নাটক ‘মাসান’।
কিন্তু ভিকি ২০১৮ সালে ‘রাজি’ ও ‘সঞ্জু’-র মতো দুটি হিট ছবিতে অভিনয়ের মাধ্যমে লাইমলাইটে আসেন।
এর এক বছর পর অ্যাকশন ফিল্ম ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এ একজন সামরিক অফিসারের ভূমিকায় অভিনয় করে তিনি সমালোচকদের প্রশংসা কুড়ান এবং শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
আরও পড়ুন: ক্যাটরিনার বিয়েতে প্রাক্তন প্রেমিক সালমান ও রণবীরকে 'নিমন্ত্রণ করা হয়নি'
বলিউড: আইসোলেশন জীবনে স্যোশাল মিডিয়ায় সরব ক্যাটরিনা
২ বছর আগে
অবশেষে বিয়ে করলেন ক্যাটরিনা-ভিকি
বলিউডের সর্বোচ্চ অর্থ উপার্জনকারী অভিনেত্রীদের অন্যতম ক্যাটরিনা কাইফ ও হালের হার্টথ্রব ভিকি কৌশল জুটি অবশেষে বিয়ে করেছেন। বৃহস্পতিবার ভারতের রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারোয়ারা নামে একটি রিসোর্টে আনুষ্ঠানিকভাবে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হন।
বিয়ের অনুষ্ঠানে কোনো অতিথিকে মোবাইল ফোন নিয়ে যাওয়ার অনুমতি দেয়া না হলেও সন্ধ্যায় নব দম্পতি হিসেবে তার ও ভিকির প্রথম ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন ক্যাটরিনা।
ছবি শেয়ার করে ক্যাটরিনা লেখেন, ‘সব কিছুর জন্য আমাদের হৃদয়ে শুধু ভালোবাসা ও কৃতজ্ঞতা যা আমাদের এই মুহূর্তে নিয়ে এসেছে। একসঙ্গে এ নতুন যাত্রা শুরু করায় আপনাদের সবার দোয়া ও ভালোবাসা চাই।’
তবে এ বিয়ের বিষয়ে ৩৮ বছর বয়সী ক্যাটরিনা ও ৩৩ বছর বছর বয়সী ভিকির পরিবারের সদস্যরা বুধবার পর্যন্ত মুখে কুলুপ এঁটেছিলেন।
হংকং-এ জন্মগ্রহণকারী মডেল-অভিনেত্রী ক্যাটরিনা ২০০৩ সালে অ্যাকশন ফিল্ম ‘বুম’ দিয়ে তার বলিউড ক্যারিয়ার শুরু করেন। বুম ফ্লপ হওয়ার দুই বছর পর সালমান প্রযোজিত রোমান্টিক কমেডি ধারার ছবি ‘ম্যায়নে পেয়ার কিয়ুন কিয়া’ দিয়ে তিনি বাণিজ্যিক ধারার ছবিতে সাফল্য লাভ করেন।
এরপর একের পর এক বক্স অফিস হিট ছবি উপহার দেন ক্যাটরিনা। ২০০৭ সালে ‘নমস্তে লন্ডন’,২০০৯ সালে ‘নিউ ইয়র্ক’, একই বছর ‘আজব প্রেম কি গজব কাহান’, ২০১০ সালে ‘রাজনীতি’, ২০১১ সালে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’, ২০১২ সালে 'এক থা টাইগার', ২০১৩ সালে ‘ধুম ৩’ এবং ২০১৪ তে ‘ব্যাং ব্যাং’ এর মধ্যে উল্লেখযোগ্য।
ক্যাটরিনার অন্যতম সর্বোচ্চ আয় করা বলিউড ছবি হলো ২০১৭ সালের ‘টাইগার জিন্দা হ্যায়’ এবং ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘ভারত’। এই ছবিতে তার সহ-অভিনেতা ছিলেন সালমান খান। তার সর্বশেষ অ্যাকশনধর্মী সিনেমা ‘সূর্যবংশী’ তে তার সহ-অভিনেতা অক্ষয় কুমার এবং অজয় দেবগন।
অন্যদিকে অ্যাকশন ডিরেক্টর শাম কৌশল এবং তার স্ত্রী বীনার সন্তান ভিকি ২০১২ সালে ক্রাইম ড্রামা ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এ চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপের সহকারী হিসেবে বলিউডে প্রবেশ করেন।
তবে, ২০১৮ সালে ‘রাজ’ এবং ‘সঞ্জু’তে পার্শ্বচরিত্রে অভিনয় করে লাইমলাইটে আসেন ভিকি।
এর এক বছর পর সমালোচকদের প্রশংসিত অ্যাকশন ছবি ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এ একজন সামরিক কর্মকর্তার ভূমিকায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ভিকি কৌশল।
আরও পড়ুন: ক্যাটরিনার বিয়েতে প্রাক্তন প্রেমিক সালমান ও রণবীরকে 'নিমন্ত্রণ করা হয়নি'
বলিউড: আইসোলেশন জীবনে স্যোশাল মিডিয়ায় সরব ক্যাটরিনা
৩ বছর আগে