অতিরিক্ত মদ পানে যুবকের মৃত্যু
দিনাজপুরে অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু!
দিনাজপুরের খানসামায় শুক্রবার সকালে রসুন খেত থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। অতিরিক্ত মদ পানে তার মৃত্যু হয়েছে বলে পুলিশের ধারণা।
মৃত রাব্বী ( ১৯) খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের জুগীরঘোপা গ্রামের রাশেদুল ইসলামের ছেলে। তিনি পেশায় খেত মজুর।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ‘বিষাক্ত মদপানে’ ৩ যুবকের মৃত্যু
বৃহস্পতিবার রাতে এই ঘটনায় জহুরুল ইসলাম (১৯) নামে আরেক অসুস্থ যুবককে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামাল হোসেন জানান, খবর পেয়ে শুক্রবার সকালে রাব্বীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: অতিরিক্ত ‘মদপানে’ যশোরে দুদিনে ৯ জনের মৃত্যু!
অতিরিক্ত মদ পানে বেসামাল হয়ে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হাসপাতালে চিকিৎসাধীন তার সঙ্গী জহুরুল ইসলাম বর্তমানে শঙ্কামুক্ত।
৩ বছর আগে