প্রজাপতি মেলা
জাবিতে দিনব্যাপী প্রজাপতি মেলা অনুষ্ঠিত
প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে প্রজাপতি মেলা। শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে এ মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. রাশেদা আখতার।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, কীট-পতঙ্গ ও জীব বৈচিত্র্য রক্ষার জন্য প্রকৃতি, মানুষ ও সামাজিক পরিবেশকে রক্ষা করতে হবে। এ জন্য সবাইকে সচেতন থাকতে হবে। পরিবেশের সুরক্ষা নিশ্চিত করে উন্নয়ন চিন্তা করতে হবে।
দিনব্যাপী এ মেলায় শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী, প্রজাপতি প্রদর্শনী, প্রজাপতি শনাক্তকরণ প্রতিযোগিতা, প্রজাপতি ও তাদের আবাসস্থল নিয়ে বিতর্ক ও তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
আরও পড়ুন: জাবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ
৩ বছর আগে