১৫ ঘর ভস্মীভূত
দিনাজপুরে অগ্নিকাণ্ডে ১৫ ঘর ভস্মীভূত!
দিনাজপুরের কাহারোলের ইছাইল গ্রামে শুক্রবার রাতে অগ্নিকাণ্ডে মালামালসহ ১৫টি ঘর পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আরও পড়ুন: গাজীপুরে স্পিনিং মিলে আগুন, দগ্ধ ১
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের লিডার আব্দুল খালেক জানান, অগ্নিকাণ্ডের স্থল গ্রামের দুর্গম এলাকায় হওয়ায় কিছুটা বেগ পেতে হয়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে খড় ও টিনের ছাউনির ১৫টি ঘর মালামালসহ পুড়ে গেছে। কোনো হতাহত ঘটেনি। তবে গবাদি পশু হাঁস মুরগী মারা গেছে।
আরও পড়ুন: চট্টগ্রামে বস্তিতে আগুন
এ ঘটনায় তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
৩ বছর আগে