অপরাধ দমনে নতুন থানা গঠনের উদ্যোগ
সিলেটে অপরাধ দমনে গঠিত হচ্ছে নতুন ৩ থানা
অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে সিলেট নগরীতে শিগগিরই নতুন আরও তিনটি থানা গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।
ইতোমধ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) উপ-কমিশনারের কার্যালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে, যা যথাযথ যাচাই-বাছাই শেষে পুলিশ সদরদপ্তরে পাঠানো হবে।
আরও পড়ুন: হাতির বিরুদ্ধে থানায় জিডি!
প্রস্তাবিত নতুন থানাগুলো হচ্ছে- গাজী বুরহান উদ্দিন (রহ.) থানা, শাহী ঈদগাহ থানা ও জালালপুর থানা।
সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. নিশারুল আরিফ বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও জনসাধারণের জানমালের নিরাপত্তা ও পুলিশি সেবা জনসাধারণের দোরগোড়ায় নিয়ে যেতে নতুন এই তিনটি থানা গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি বলেন, ‘চূড়ান্ত অনুমতি পেলেই’ থানাগুলো গঠন করা হবে।
পুলিশ কমিশনার বলেন, ‘জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শহরে অপরাধমূলক কর্মকাণ্ডও বেড়েছে। আমরা শহরের ক্রমবর্ধমান অপরাধ রোধে সম্ভাব্য সব ব্যবস্থা নিচ্ছি।’
আরও পড়ুন: সিএমপির তিন থানার ওসিসহ ১০ পরিদর্শক পদে রদবদল
সিলেট মহানগর পুলিশের আওতায় বর্তমানে ছয়টি থানা, তিনটি তদন্ত কেন্দ্র ও সাতটি পুলিশ ফাঁড়িতে তিন হাজার পুলিশ রয়েছে।
৩ বছর আগে