জিম্বাবুয়েফেরত
দেশে জিম্বাবুয়েফেরত ২ নারী ক্রিকেটারের ওমিক্রন শনাক্ত
দেশে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআরের) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এএসএম আলমগীর ইউএনবিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জিম্বাবুয়েফেরত বাংলাদেশি দুই নারী ক্রিকেটার ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। তারা দুজনেই স্বাভাবিক আছেন। কারও কোন ধরণের জটিল উপসর্গ নেই।
তারা রাজধানীর একটি হোটেলে আইসোলেশনে রয়েছেন বলেও জানান ডা. আলমগীর।
এর আগে ৬ ডিসেম্বর বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্যের করোনা শনাক্ত হয়।
সম্প্রতি জিম্বাবুয়েতে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ বাতিলের ফলে বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করে দেশে ফিরেছে নারী ক্রিকেট দল। এটি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিশ্বকাপে প্রথম অংশগ্রহণ।
দেশে জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটারের ওমিক্রন শনাক্ত হয়েছে। সঙ্গে থাকা বাকিদের নমুনা পরীক্ষা চলছে।
এদিকে, শনিবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, সম্প্রতি আফ্রিকার দেশ জিম্বাবুয়ে থেকে যেসব নারী ক্রিকেটার এসেছেন, তাদের আমরা পর্যবেক্ষণে রেখেছি। তাদের জিনোম সিকুয়েন্স চলছে। আরও কেউ শনাক্ত কিনা আমরা দেখার চেষ্টা করছি।
রাজধানীর শিশু হাসপাতালে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনকালে এই তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী।
তিনি বলেন, ওমিক্রন নিয়ে আমরা সতর্ক আছি। যারা বিদেশ থেকে আসবে, তাদের কোয়ারেন্টাইনে রাখা হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আমাদের বলেছে, যে টিকা আমরা দিচ্ছি, ওমিক্রন প্রতিরোধে তা অনেটা সক্ষম। তাই সবার টিকা নেয়া উচিত।
জাহিদ মালেক বলেন, করোনায় এখন পর্যন্ত মারা যাওয়াদের বেশিরভাগই বয়স্ক। তাই তাদের বুস্টার ডোজ দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কবে নাগাদ শুরু হতে পারে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নির্দিষ্ট করে বলা যাচ্ছে, তবে আশা করি খুব শিগগিরই শুরু হবে।
আরও পড়ুন: ওমিক্রন: ৭ আফ্রিকান দেশের যাত্রীদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইন
ওমিক্রন: দেশে আসতে প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা
ওমিক্রন: ৭ আফ্রিকান দেশের যাত্রীদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইন
করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্তে ক্রমবর্ধমান বৈশ্বিক উদ্বেগের কারণে ৩ ডিসেম্বর বাংলাদেশ আফ্রিকার সাতটি দেশ থেকে আগত যাত্রীদের জন্য ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে। সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ এই নির্দেশনা জারি করে। দেশগুলো হলো, বতসোয়ানা, এস্বাতিনি, ঘানা, লেসোথো, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে।
নির্দেশনা অনুযায়ী আদেশটি শনিবার (৪ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কার্যকর থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
নতুন নির্দেশিকা অনুসারে, এই সাতটি দেশ থেকে আগত সমস্ত যাত্রীদের তাদের নিজস্ব খরচে সরকার নির্ধারিত হোটেলে থাকতে হবে। কোয়ারেন্টাইনের সপ্তম ও ১৪ তম দিনে যাত্রীদের নিজস্ব খরচে আরটি পিসিআর পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে।
সপ্তম দিনের পরীক্ষার ফলাফলে কোভিড-১৯ পজিটিভ যাত্রীদের আলাদা করা হবে তবে করোনা নেগেটিভ যাত্রীরা ১৪ দিন পর্যন্ত তাদের কোয়ারেন্টাইন চালিয়ে যাবেন।
এই সাতটি দেশ থেকে আসা যাত্রীদের চেক-ইন করার সময় বাংলাদেশে হোটেল বুকিংয়ের প্রমাণ দেখাতে হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
পূর্ববর্তী নির্দেশিকাতে পরিবর্তনের সাথে, ফ্লাইট ছাড়ার ৪৮ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষা করতে হবে এবং সমস্ত গন্তব্য থেকে আসা ১২ বছরের কম বয়সী শিশু ছাড়া সকল যাত্রীদের বাধ্যতামূলকভাবে করোনার নেতিবাচক ফলাফলের প্রমাণ থাকতে হবে।
আরও পড়ুন: ডেল্টার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ওমিক্রন প্রতিরোধ করতে হবে: ডব্লিউএইচও
৩ বছর আগে