বিজয়ের সুবর্ণজয়ন্তী
৩ দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ত্যাগ ভারতীয় রাষ্ট্রপতির
তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ত্যাগ করেছেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার দুপুর ১২টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
দুপুর ১টা ৬ মিনিটে ভারতের রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গী নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইট ঢাকা ছেড়ে যায়।
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় দু’দেশের জনগণের যৌথ আত্মত্যাগের ৫০তম বার্ষিকীকে কেন্দ্র করে এই সফরটি ছিল ‘ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ।
বাংলাদেশে ভারতের রাষ্ট্রপতি কোবিন্দের এটাই প্রথম সফর এবং করোনা মহামারির পর এটা তার প্রথম বিদেশ সফরও।
৩ বছর আগে
বেঙ্গল শিল্পালয়ে ৫ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব
বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বেঙ্গল শিল্পালয়ে শুরু হয়েছে ‘সৃজনে ও শেকড়ে’ শিরোনামে পাঁচ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব। ১৪ ডিসেম্বর (মঙ্গলবার) থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে ১৮ ডিসেম্বর (শনিবার) পর্যন্ত।
উৎসবের প্রথম দিন মঙ্গলবার থেকে বেঙ্গল শিল্পালয়ের নিচতলায় ‘কামরুল কারুমেলা’, ‘বই পড়ব’ও নবীন চারুশিল্পীদের ‘স্বরূপে অরুপ’ শিল্পকর্ম প্রদর্শনী চলছে। ভবনের দ্বিতীয় তলায় চলছে দলীয় শিল্পকর্ম প্রদর্শনী ‘স্বোপার্জিত পৃথিবী – The Earth In Our Hands’।
আরও পড়ুন: ‘চিরঞ্জীব মুজিব’ সিনেমার মাধ্যমে জানা যাবে অজানা ইতিহাস
চার তলায় আয়োজন করা হয়েছে ‘চালচিত্র’ শীর্ষক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী। পঞ্চম তলায় রয়েছে ‘গানের ঝরনাতলায়’ শীর্ষক সাংস্কৃতিক আয়োজন। এছাড়া শিশুদের নিয়ে চিত্রাঙ্কন, ক্রাফটস ও থাকছে ‘আকাশ কুসুম’ শিরোনামে পাপেট শো।
৩ বছর আগে
বিজয়ের সুবর্ণজয়ন্তীতে স্বাধীনতার বীরদের খোঁজে অপো
বিজয়ের সুবর্ণজয়ন্তী পালন করছে সারা দেশ। আর এরই অংশ হিসেবে অপো বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্যুরো বাংলাদেশকে সঙ্গে নিয়ে ‘বীরের গল্প’ (স্টোরিজ অব হিরোজ) শিরোনামে উদ্ভাবনী ক্যাম্পেইন চালু করেছে।
আগামী ১২ ডিসেম্বর ক্যাম্পেইন শুরু হয়ে চলবে আগমী ১৮ ডিসেম্বর পর্যন্ত।
শনিবার অপোর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান স্বাধীনতা যুদ্ধ ও আধুনিক বাংলাদেশের বিনির্মাণে নব্য এই যোদ্ধাদের প্রতি সম্মান জানাতেই অপোর এই উদ্যোগ। এই সময়ে আর অপো ব্যবহারকারীরা ক্যামেরার মাধ্যমে আশেপাশের মানুষের জীবন যুদ্ধের কথা অথাৎ আসল যোদ্ধাদের গল্প ছবিতে তুলে ধরতে পারবেন।
আরও পড়ুন: দেশে অপোর রেনো ৬ বিক্রি শুরু
অপো মনে করে, চারপাশে এমন সব মানুষ আছেন যারা পাদপ্রদীপের নিচে। কিন্তু সমাজের জন্য তারা অনবরত অবদান রেখে যাচ্ছেন। অথচ অনেক সময়ই আমরা তাদের যথার্থ প্রাপ্য দিতে পারি না। আপনি যদি এসব মানুষের সন্ধান পান তাহলে এই ক্যাম্পেইনে অংশ নিয়ে পুরস্কৃত হতে পারেন। এজন্য আপনাকে ছবির সাথে গল্পটি লিখে অপো বাংলাদেশের ফেসবুক পেজে শেয়ার দিতে হবে। ব্যক্তি হতে পারে আপনার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিচিতজন অথবা যেকেউ। মানুষের পাঠানো দারুণ সব বাছাইকৃত ছবি নিয়ে তৈরি করা হবে অপো গ্যালারি। এটি হবে অনেকটা ভার্চুয়াল আর্ট কালেকশনের মতো। আপনি চাইলে সাধারণ হ্যাশট্যাগের দিয়ে নিজের একটি গল্প বানাতে পারেন।
সব ছবি থেকে বিচারক প্যানেল সেরা তিনটি ছবি থেকে তিনটি জীবনের গল্প বাছাই করা হবে। পরবর্তীতে তাদের পাশে দাঁড়াবে অপো ও ব্যুরো বাংলাদেশ। এসব মানুষের জীবনকে একটু সহজ করতে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এই দুই সংগঠন। আর যার হাত ধরে এসব সংগ্রামরত জীবনের গল্প উঠে আসলো তাদের জন্য পুরস্কার হিসেবে থাকবে সম্প্রতি বাজারে আসা ফ্লাগশিপ রেনো ৬ অথবা আইওটি পণ্য।
আরও পড়ুন: উন্নত ৫জি অভিজ্ঞতা দিতে একসাথে কাজ করবে অপো-এরিকসন
এর আগে অপো, ব্যুরো বাংলাদেশ ও প্রীত রেজার মতো নামকরা একদল ফটোগ্রাফার ও ইনফ্লুয়েন্সারদের সঙ্গে নিয়ে একই ধরনের কাজ করে মানুষকে উৎসাহিত করেছেন। তারা অপো রেনো ৬ এর বোকেহ ফ্লেয়ার পোর্ট্রটে দিয়ে ছবি তুলে সবাইকে ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান। এরপর সব অপো ভক্তদের জন্য উন্মক্ত করে দেয়া হয়।
৩ বছর আগে