আরকে টাওয়ার
রাজধানীর আরকে টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ৩
রাজধানীর বাংলামোটরে অবস্থিত বহুতল বাণিজ্যিক ভবন আরকে টাওয়ারে আগুন লেগে অন্তত তিনজন দগ্ধ হয়েছেন।
আহতরা হলেন ভবনটিতে থাকা ‘রাবেয়া এন্টারপ্রাইজ’ নামের একটি খেলনা আমদানিকারক প্রতিষ্ঠানের অফিস সহকারী মামুন খান (৩১), তাফসির মিয়া (২৬) ও মানিক ফকির (২০)।
শনিবার দুপুর সোয়া ১২টার দিকে ১০ তলা ভবনটির সপ্তম তলায় আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে।
ঢাকা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নেভানোর কাজ করে। দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং বিকাল ৪টা ২০ মিনিটে পুরোপুরি নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।
আরও পড়ুন: রাজধানীর আর কে টাওয়ারে আগুন
আহতরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইয়ুব হোসেন জানান, আহত মামুন ৩৪ শতাংশ, তাফসির সাত শতাংশ ও মানিক তিন শতাংশ দগ্ধ হয়েছেন।
আহত মানিক বলেন, আমরা খেলনাগুলো গুছিয়ে রাখছিলাম তখন রুমে আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটেছে বলে তার সন্দেহ।
এদিকে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, তদন্তের পর আগুন লাগার সঠিক কারণ জানা যাবে।
আরও পড়ুন: মুন্সিগঞ্জে আগুন: দুই সন্তান-স্বামীর পর চলে গেলেন স্ত্রীও
চট্টগ্রামে ঝুট গুদামে আগুন
৩ বছর আগে