কেনটাকি
কেনটাকিতে টর্নেডোর আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৭
চলতি মাসের শুরুর দিকে কেনটাকিতে আঘাত হানা বিধ্বংসী টর্নেডোতে মৃতের সংখ্যা বেড়ে ৭৭ এ দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রাজ্যের গভর্নর জানিয়েছেন, রাজ্যটির পশ্চিম অংশের গ্রেভস কাউন্টিতে একটি শিশু গত সপ্তাহে মারা গেছে। রাজ্যের পশ্চিমাঞ্চলীয় মেফিল্ড শহর বেশি ক্ষতিগ্রস্ত হয়, যেখানে শত শত ভবন ধ্বংস হয়।
কেনটাকির গভর্নর বেসিয়ার বলেছেন, আমরা যা তার পুরো কাঠামো বদলে দিয়েছে এই টর্নেডো।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার দুই রাজ্যে রেকর্ড করোনা শনাক্ত
তিনি বলেন, আমি সকলকে আমাদের সাথে সকলের পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনদের জন্য প্রার্থনায় অংশগ্রহণ করতে আহ্বান জানাচ্ছি।
বেসিয়ার বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় ধ্বংসাবশেষ অপসারণ অনেকটা শেষ পর্যায়ে। তবে গ্রেভস কাউন্টির প্রায় ২৬ শতাংশ এখনও বিদ্যুৎবিহীন, অন্যান্য কাউন্টিতে এই বিভ্রাট এক শতাংশ-এরও কম। ইতোমধ্যে প্রায় ১১ হাজার ৬০০ বীমা দাবি দাখিল করা হয়েছে।
তিনি আরও বলেন, এই বাড়ি, কাঠামোগুলো পুনর্নির্মাণ করতে কয়েক বছর সময় লাগবে এবং আমাদের নিশ্চিত করতে হবে যাতে আমরা পরিবারগুলোকে সাহায্য করার ব্যাপারে একটি ব্যবস্থা করতে পারি।
সব মিলিয়ে পাঁচটি রাজ্যে ঝড়ের আঘাতে ৯০ জনেরও বেশি মানুষ মারা গেছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস ১০ ও ১১ ডিসেম্বর কমপক্ষে ৪১টি টর্নেডো রেকর্ড করেছে, যার মধ্যে ১৬টি টেনেসি এবং আটটি কেনটাকিতে হয়েছে৷
আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় ওমিক্রনে প্রথম রোগীর মৃত্যু
২ বছর আগে
যুক্তরাষ্ট্রের কেনটাকিতে টর্নেডোর তাণ্ডবে শতাধিক মৃত্যুর শঙ্কা
যুক্তরাজ্যের কেনটাকি অঙ্গরাজ্যে ভয়াবহ টর্নেডোর তাণ্ডবে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা আশঙ্কা করেছেন। টর্নেডোর আঘাতে কেনটাকির একটি ছোট শহরে মোমবাতি কারখানা, একটি নার্সিং হোম এবং অ্যামাজনের একটি গুদামের ছাদ ধসে ভেঙেচুড়ে গেছে।
কেনটাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলেন, রাজ্যের ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ টর্নেডো। ঘটনার সময় মোমবাতি কারাখানায় প্রায় ১১০ জন লোক ছিলেন। তাদের মধ্যে প্রায় ৪০ জনকে উদ্ধার করা হয়েছে।
মেফিল্ডের দমকল প্রধান এবং ইএমএস ডিরেক্টর জেরেমি ক্রিয়েসন বলেছেন, ‘উদ্ধারকারীদের আহতদের কাছে পৌঁছতে নিহতদের ওপর দিয়ে ক্রল করে এগোতে হচ্ছে।’
তিনি বলেন, শুধুমাত্র কেন্টাকিতে শনিবার বিকাল পর্যন্ত ২২ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে বোলিং গ্রিন এবং এর আশেপাশে ১১ জন রয়েছে। ২০০ মাইল বেগে ধেয়ে যাওয়া টর্নেডোর আঘাতে ৭০ জনের উপরে নিহত হতে পারে এবং শেষ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়িয়ে যেতে পারে।
আরও পড়ুন: যথাযোগ্য মর্যাদায় প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতকে বিদায় জানাল ভারত
মেক্সিকোতে ট্রাক দুর্ঘটনায় ৫৩ অভিবাসী নিহত
৩ বছর আগে