প্রেক্ষাগৃহ
বিনা কর্তনে দেশের ৪৮ প্রেক্ষাগৃহে 'অ্যানিমেল'
বিশ্বব্যাপী এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে রণবীর কাপুর অভিনীত 'অ্যানিমেল'।
সন্দীপ রেড্ডির এই সিনেমা মুক্তি পায় শুক্রবার (১ ডিসেম্বর)। এরপর থেকেই বাংলাদেশেও মুক্তি নিয়ে আলোচনা চলছিল।
তবে সেটি মাঝে আটকেও যায়। শেষ পর্যন্ত আটকে রাখা গেল না, বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দেশের মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তি পেল 'অ্যানিমেল'।
দেশের ৪৮ প্রেক্ষাগৃহে চলবে এই সিনেমা। তবে পরবর্তী সপ্তাহে হল আরও বাড়বে বলে জানান আমদানিকারক প্রতিষ্ঠান কাট অ্যান্ড কাট এন্টারটেইনমেন্টের অনন্য মামুন।
আরও পড়ুন: ভারতের চলচ্চিত্র উৎসবে ‘মেঘের কপাট’ পেল ৩ পুরস্কার
তিনি বলেন, 'বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। তাদের জমা দেওয়া সিনেমার কোনো অংশ বাদ দিতে বলেনি। প্রাথমিকভাবে ৪৮টি স্ক্রিনে সিনেমাটি দেখানো হবে, পরে আরও বাড়বে।'
এদিকে আরেক পরিবেশক কিবরিয়া ফিল্মসের কর্ণধার গোলাম মোহাম্মদ কিবরিয়া লিপু জানান, গ্লোবাল সংস্করণ (বিশ্বব্যাপী প্রদর্শনের জন্য) নয়, বাংলাদেশে মুক্তি পাবে ইউএই সংস্করণ (সংযুক্ত আরব আমিরাত বা আরব দেশের সংস্করণটি) চলবে।
বলা হচ্ছে রণবীর কাপুরের এখন পর্যন্ত সেরা সিনেমা 'অ্যানিমেল'। একদিনে তার অভিনয় বিবেচনা করা হচ্ছে, অন্যদিকে বক্সঅফিসের ঝড়। এর আগেও এই বলিউড তারকার অনেক জনপ্রিয় সিনেমা থাকলেও 'অ্যানিমেল' সবকিছু ছাপিয়ে গেছে। এখন দেখার বিষয় বাংলাদেশের দর্শকের কাছে 'অ্যানিমেল' কতটা সাড়া ফেলে।
আরও পড়ুন: ওটিটিতে ঝড় তুলছে দিন-দ্য ডে!
১ বছর আগে
প্রেক্ষাগৃহে আসছে আদর-প্রকৃতি জুটির ‘যন্ত্রণা’
ঢালিউড চলচ্চিত্রের সম্ভাবনাময় নতুন জুটি চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা মানসী প্রকৃতি। প্রথমবার তারা জুটি বেঁধে অভিনয় করেছেন ভালোবাসার গল্পে নির্মিত ‘যন্ত্রণা’ নামে একটি সিনেমায়।
আব্দুল্লাহ জহির বাবুর গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন আরিফুর জামান আরিফ। অনেক আগেই সিনেমাটির নির্মাণ শেষ হয়েছে। নতুন খবর হচ্ছে, আগামী ২৭ অক্টোবর (শুক্রবার) দেশজুড়ে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলে জানান এর নির্মাতা।
আরও পড়ুন: সেলিব্রিটি ক্রিকেট লিগ স্থগিত, হামলাকারীদের বিরুদ্ধে মামলা
এই সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতি পেরিয়ে নতুনভাবে বড় পর্দার জন্য কাজ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মানসী প্রকৃতি।
তিনি বলেন, দীর্ঘ সময় পর নতুন সিনেমা নিয়ে দর্শকদের মুখোমুখি হতে যাচ্ছি। যেহেতু অনেক দিন পর সিনেমায় কাজ করেছি। তাই বুঝে শুনে ভালো একটি গল্প দিয়েই ফিরতে চেয়েছিলাম। ‘যন্ত্রণা’ তেমনই একটি গল্প। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি চরিত্রটি ফুটিয়ে তুলতে।
তিনি আরও বলেন, বাকিটা দর্শক বলতে পারবেন কতটুকু পেরেছি। সময় যতটা ঘনিয়ে আসছে ততটা নার্ভাস লাগছে। তবে এতটুকু বলতে পারব প্রেক্ষাগৃহে এসে দর্শক নিরাশ হবেন না। সবাইকে প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি দেখার আহ্বান রইল। আশা করছি, আমাদের প্রথম জুটির কাজ দর্শক ভালোভাবে গ্রহণ করবেন।
আদর আজাদ বলেন, ভালোবাসার গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। গল্পে নতুনত্ব আছে। বর্তমান সময়কে মাথায় রেখেই সিনেমাটি নির্মিত। এই সিনেমার মাধ্যমে প্রথমবার আমরা একসঙ্গে কাজ করেছি। আশা করছি, সিনেমাটি মুক্তি পেলে দর্শক পছন্দ করবেন।
স্মার্ট মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটিতে চারটি গান রয়েছে। দুটি করে চারটি গান লিখেছেন জনপ্রিয় গীতিকার সুদীপ কুমার দীপ ও রবিন ইসলাম।
গানগুলো গেয়েছেন- আকাশ সেন, কনা, বেলী আফরোজ, মিলন, আতিয়া আনিসা, অয়ন চাকলাদার ও কর্ণিয়া।
আবহ সংগীত পরিচালনা করেছেন- জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ইমন সাহা। সংগীতায়োজনে- রবিন ইসলাম।
সিনেমাটিতে আদর-প্রকৃতি ছাড়াও আরও অভিনয় করেছেন- সায়মা স্মৃতি, শতাব্দী ওয়াদুদ, ডন, বড়দা মিঠু, আশরাফ কবির, সোহেল রশিদ, গাঙ্গুয়া, জাহিদ, পারভেজ সুমন, শেখ স্বপ্না, পারভিন আক্তার, অতিথি শিল্পী তনামি হক প্রমুখ।
পনির আহমদের চিত্রগ্রহণে চলচ্চিত্রটি সম্পাদনা করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র সম্পাদক তৌহিদ হোসেন চৌধুরী।
আরও পড়ুন: আবারও শুরু হবে সেলিব্রিটি ক্রিকেট লিগ
প্রেক্ষাগৃহে ১৩ অক্টোবর বঙ্গবন্ধুর বায়োপিক মুক্তি
১ বছর আগে
শুক্রবার থেকে প্রেক্ষাগৃহে ‘এমআর নাইন: ডু অর ডাই’
বলা হচ্ছে এখন পর্যন্ত ঢালিউডের সবচেয়ে বিগ বাজেটের সিনেমা ‘এমআর নাইন: ডু অর ডাই’। যা নির্মিত হয়েছে কাজী আনোয়ার হোসেনের সৃষ্টি মাসুদ রানা সিরিজের ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে জানা গেল শুক্রবার (২৫ আগস্ট) মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় ‘এমআর নাইন: ডু অর ডাই’ নির্মাণ করেছেন পরিচালক আসিফ আকবর। আর তার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা। এতে মাসুদ রানা চরিত্রে অভিনয় করেছেন এবিএম সুমন।
মঙ্গলবার (২২ আগস্ট) সিনেমাটি মুক্তি উপলক্ষে রাজধানীর শেরাটন হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সিনেমার সকল কলাকুশলীরা।
আরও পড়ুন: এমআর-৯ ডু অর ডাই: মাসুদ রানা আসছেন রূপালি পর্দায়
সেখানে পরিচালক আসিফ আকবর বলেন, ‘মাসুদ রানা সিরিজ বাংলাদেশের দর্শকদের জন্য একটি আবেগ। যারা বইগুলো পড়েছেন, সবার মধ্যে চরিত্রের একটি অবয়ব তৈরি করা আছে। এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রায় ৬ বছর লেগেছে সিনেমাটি নির্মাণ করতে।’
তিনি আরও বলেন, ‘স্ক্রিপ্ট থেকে পোস্ট প্রোডাকশনের কাজ পর্যন্ত আমি দ্রুত শেষ করার চেষ্টা করিনি। আমি বলব, আমরা সবাই আমাদের সর্বোচ্চ দিয়ে কাজটি করেছি। বাকিটা পর্দায় দেখা যাবে। সবাইকে আমন্ত্রণ জানাব সিনেমাটি দেখার জন্য। ভালো-মন্দ জানাবেন।’
সিনেমাটি বাংলাদেশ থেকে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। অনুষ্ঠানে উপস্থিত থেকে সিনেমাটি প্রসঙ্গে প্রযোজক আব্দুল আজিজ বলেন, ‘এমআর নাইন: ডু অর ডাই’ এরই মধ্যে সেন্সর পেয়েছে, যেটি ২৫ আগস্ট মুক্তি পাবে। তবে বৃহস্পতিবারের মধ্যে বাংলা ডাবিংয়ের অংশ সেন্সর পেলে এ সপ্তাহে সিঙ্গেল স্ক্রিনে চলবে।’
আব্দুল আজিজ আরও বলেন, আগামী সপ্তাহে বাংলা ডাবিং করা ‘এমআর নাইন: ডু অর ডাই’ দেশজুড়ে দেখা যাবে। এছাড়াও, আমেরিকার ১৫২টি থিয়েটারে মুক্তি পাবে এই সিনেমা।
আরও পড়ুন: প্রেক্ষাগৃহে দর্শকে মাতিয়ে এবার চরকিতে ‘সুড়ঙ্গ’
ডন ৩: শাহরুখের বদলে বলিউডের নতুন ডন রণবীর সিং
১ বছর আগে
‘সুলতানপুর’ প্রেক্ষাগৃহে আসছে ২ জুন
আগামী ২ জুন মুক্তি পাচ্ছে সৈকত নাসির পরিচালত থ্রিলার ঘরনার সিনেমা ‘সুলতানপুর’। এই উপলক্ষে রবিবার রাজধানীর এক রেস্তোরায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিচালক সৈকত নাসির, অভিনেতা আশীষ খন্দকার, সুমন ফারুক, সানজু জনসহ অন্যান্য কলাকুশলীরা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন অরুণা বিশ্বাস ও বিপ্লব সাহা।
অনুষ্ঠানে পরিচালক সৈকত নাসির বলেন, ‘একটি সিনেমা যখন দর্শকদের সাড়া পায় সেটি সবচেয়ে বেশি আনন্দের। এই অনুষ্ঠানে সিনেমার প্রায় সবাই আমরা রয়েছি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিনেমাটি দেখার। আমাদের সিনেমার মূল নায়ক এর গল্প। আমাদের নিজেদের গল্প আমরা বলতে চেয়েছি। সিনেমায় যারা অভিনয় করেছেন এবং অন্যান্য কলাকুশলী সবার প্রতি আমি কৃতজ্ঞ। সবার পরিশ্রমে কাজটি শেষ করতে পেরেছি।’
আরও পড়ুন: প্রকাশ পেল ‘সুলতানপুর’ সিনেমার দ্বিতীয় গান ‘বোকা মন’
আরও পড়ুন:
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকা অরুণা বিশ্বাস বলেন, ‘সেন্সরবোর্ডের সদস্য হিসেবে সিনেমাটি আমি এরইমধ্যে দেখেছি। এর গানগুলো শুনে আমি মুগ্ধ। আর গল্পেও বেশ ভিন্নতা উঠে এসেছে। অনেক জায়গায় শুনি, সিনেমা ভালো কিন্তু দর্শক দেখছে না। আমার প্রশ্ন, সিনেমা ভালো হলে দর্শক কেন দেখবে না?’
অরুনা বিশ্বাস আরও বলেন, ‘আমাদের নিজেদের অনেক গল্প রয়েছে। সেই গল্পগুলো পর্দায় উঠে আসুক সেই প্রত্যাশা করছি।’
সীমান্তের রোমাঞ্চকর গল্পে গড়ে উঠেছে ‘সুলতানপুর’ সিনেমা। এর পরতে পরতে আছে উত্তেজনা। সীমান্ত মানেই বহু সংস্কৃতির মেলবন্ধন। সীমান্ত এলাকার চোরাচালান, বাটপারি, ক্ষমতা, মাদক পাচার, মাদকসম্রাটসহ অনেক বিষয়ই এরইমধ্যে ট্রেলারে উঠে এসেছে।
উল্লেখ্য, আসাদ জামানের গল্পে নির্মিত এ সিনেমায় আশীষ খন্দকার, অধরা খান, সুমন ফারুক, সাঞ্জু জন, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধা অভিনয় করেছেন।
আরও পড়ুন: শাকিব খানের পর ঘরটি শূন্য!
১ বছর আগে
বিশ্বব্যাপী মুক্তির ৯৯ দিন পর বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘পাঠান’
এরই মধ্যে ওটিটি প্ল্যাটফর্মের কল্যাণে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ পৌঁছে গেছে বিশ্বের সবখানেই। আর বলিউডের কিং খানের ভক্তদের এরই মধ্যে এটি দেখাও হয়ে গেছে। এমন সময় বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘পাঠান’ মুক্তির ঘোষণা এলো।
সাফটা চুক্তির আওতায় চলচ্চিত্রটি বাংলাদেশে আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে নির্মাতা অনন্য মামুন গণমাধ্যমে জানান, আগামী ৫ মে বাংলাদেশে পাঠান মুক্তি পাবে।
আরও পড়ুন: ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘পাঠান’
তিনি আরও জানান, ১৬ হলে এরই মধ্যে সার্ভার বসানো হয়েছে। তবে এই সংখ্যাটি ৪০ পর্যন্ত যাবে বলে আশা করা যায়।
অনেকদিন ধরেই এ দেশে ‘পাঠান’ মুক্তি নিয়ে আলোচনা চলছিল। কিন্তু বিভিন্ন নিয়মে বাঁধা পড়ে চলচ্চিত্রটি। এ নিয়ে একটি টিম গঠন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আলোচলনা হলেও পরবর্তীতে কিছু জানা যায়নি।
তবে শেষ পর্যন্ত বাংলাদেশে শাহরুখ ভক্তদের যারা বলিউডের কিং খানকে বড়পর্দায় দেখতে চান সেই আশা পূরণ হতে যাচ্ছে।
এ বছর ১০টি হিন্দি চলচ্চিত্র আমদানির অনুমতি দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। পাঁচ শর্তে আগামী বছর দেশে আরও আটটি হিন্দি চলচ্চিত্র মুক্তি পাবে।
উল্লেখ্য, ২৫ জানুয়ারি ভারতসহ বিশ্বের অনেক দেশে ‘পাঠান’ মুক্তি পায়।
আরও পড়ুন: ‘পাঠান’ আসবে কী আসবে না!
১ বছর আগে
২৪ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘পাঠান’
অবশেষে বলিউড চলচ্চিত্র ‘পাঠান’-এর বাংলাদেশে মুক্তি পেতে কোনো বাধা নেই। প্রেক্ষাগৃহে দেখা যাবে ২৪ ফেব্রুয়ারি।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এমনটা জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয় যে হিন্দি ভাষার চলচ্চিত্র এ দেশে নিয়মিত আনতে চান চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯ সংগঠন। প্রতি বছর ১০টি হিন্দি চলচ্চিত্র বাংলাদেশের হলে চলবে বলে আলোচনায় সিদ্ধান্ত হয়।
আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘পাঠান’। এতে শাহরুখের সঙ্গে আবারও জুটি হিসেবে রয়েছেন দীপিকা পাড়ুকোন। এছাড়া খল চরিত্রে রয়েছেন জন আব্রাহাম।
আর ‘পাঠান’ এর অন্যতম আকর্ষণ সালমান খানের অতিথি চরিত্রটি।
আরও পড়ৃুন: পাঠান মুভি রিভিউ: বলিউড কিং শাহরুখ খানের অভিজাত প্রত্যাবর্তন
‘পাঠান’ আসবে কী আসবে না!
১ বছর আগে
বছরের শুরুতে প্রেক্ষাগৃহে আরিফিন শুভ
প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পেল বহুল প্রতীক্ষিত পুলিশ অ্যাকশন সিনেমা ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’।
ফলে আগামী ১৩ জানুয়ারি এটি মুক্তিতে আর কোনো বাধা নেই।
গত রবিবার (১ জানুয়ারি) ছবিটি চলচ্চিত্র সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়, মঙ্গলবার (৪ জানুয়ারি) বিনা কর্তনে ছাড়পত্র প্রদান করা হয়। একইসঙ্গে সেন্সর বোর্ডে সদস্যরা ছবিটির গল্প ও নির্মাণের প্রশংসা করেন।
এ প্রসঙ্গে সিনেমাটির কাহিনীকার, পরিচালক ও প্রযোজক সানী সানোয়ার ইউএনবিকে বলেন, ‘সেন্সর ছাড়পত্র হচ্ছে টেস্ট পরীক্ষার মত, আর মুক্তির পর চূড়ান্ত পরীক্ষা। আমরা খুশি যে চূড়ান্ত পর্বে পরীক্ষা দেয়ার যোগ্যতা অর্জন করেছি। এখন দেখা যাক দর্শকবৃন্দের কাছ থেকে সেই পরীক্ষার রেজাল্টে কী আসে।
আরও পড়ুন: নতুন সিনেমায় আরিফিন শুভ, পরিচালক অনম বিশ্বাস
তবে, আমি আশাবাদী, সীমিত বাজেট আর আমাদের সর্বোচ্চ প্রচেষ্টায় বানানো দেশীয় চলচ্চিত্র হিসেবে বিবেচনা করে দেখলে ভালো লাগবে।’
পুলিশ অ্যাকশন থ্রিলারটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। কপ ক্রিয়েশন প্রযোজিত ‘মিশন এক্সট্রিম’র দুইটি পর্বই সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ।
‘ব্ল্যাক ওয়ার’-এ অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন- তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, খালিদুর রহমান রুমী, ইমরান সওদাগর, খশরু পারভেজ প্রমুখ।
চিত্রনায়িকা ববি হকের একটি বিশেষ উপস্থিতি পাওয়া যাবে একটি গানে।
উল্লেখ্য, এর আগে ২০২১ সালের ৩ ডিসেম্বর মুক্তি পায় ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্ব। বাংলাদেশ ছাড়াও বিশ্বের ১১টি দেশে একযোগে সিনেমাটি মুক্তি দেয়া হয়।
আরও পড়ুন: কানের রেড কার্পেটে হাঁটা ষোলকলা পূর্ণের মতো: আরিফিন শুভ
‘মুজিব’-এর ট্রেইলার নিয়ে প্রথম কান যাত্রায় আরিফিন শুভ
১ বছর আগে
৪১ প্রেক্ষাগৃহে আজ মুক্তি পেল ‘অমানুষ’
সারাদেশের ৪১ প্রেক্ষাগৃহে আজ শুক্রবার মুক্তি পেল নিরব ও মিথিলা জুটির ‘অমানুষ’। সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন।
নির্মাণের শুরু থেকে আলোচনার টেবিলে ‘অমানুষ’। একদিকে সিনেমার গল্প ও অভিনয়শিল্পীদের লুক। অন্যদিকে রাফিয়াত রশিদ মিথিলার প্রথম বড়পর্দায় কাজ। এছাড়াও মুক্তির আগে তাদের বিভিন্ন প্রচারণার ধরনও দর্শকের মাঝে আগ্রহ তৈরি করেছে সিনেমাটি দেখার।পরিচালক অনন্য মামুন বলেন, ‘সিনেমাটির সবকিছুর মধ্যে গণ্ডি থেকে বের হবার একটা চেষ্টা আমার ছিল। সেই চিন্তা থেকেই গল্পটা নির্বাচন করা। অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে কাজ শুরু করি। যেহেতু পুরো শুটিং জঙ্গলের মধ্যে ছিল তাই এবারের অভিজ্ঞতাও অনেক আলাদা।’নির্মাতা আরও বলেন,‘পুরো বিশ্বে সিনেমার আবহাওয়া পরিবর্তন হয়েছে। দেশের সিনেমার প্রতিও দর্শকদের তেমন চাহিদা রয়েছে। চেষ্টা ছিল সেই প্রত্যাশা পুরণ করার। আর এতে কাজ করা সকল অভিনয়শিল্পী ও কলাকুশলিদের ধন্যবাদ। অনেক পরিশ্রম দিয়ে সবাই কাজটি শেষ করতে আমাকে সাহায্য করেছেন। এখন দর্শকের সাড়ার অপেক্ষা।’সিনেমাটি প্রসঙ্গে চিত্রনায়ক নিরব হোসেন বলেন, ‘একজন শিল্পীর সমবসময় ইচ্ছা থাকে চরিত্রের ব্যাপারে চ্যালেঞ্জ নেয়া। এই সিনেমাতেও আমাকে তেমনটা করতে হয়েছে। এবারই প্রথম ডাকাতের চরিত্রে অভিনয় করেছি। অনেকদিন ধরে এ নিয়ে প্রস্তুতিও নিতে হয়েছে। তবে এসব পরিশ্রম একটি ভালো কাজের জন্য। তাই প্রত্যাশা থাকবে দর্শকদের প্রতি। তাদের সিনেমা দেখা, এ নিয়ে সমালোচনা করা আমাদের আরও উৎসাহ জোগাবে।’
আরও পড়ুন: অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে আদর-বুবলীর ‘তালাশ’‘অমানুষ’-এর নায়িকা হয়েও সিনেমাটির কোনো প্রচারণা ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না মিথিলা। তবে একটি ভিডিও বার্তার মাধ্যমে সিনেমাটি নিয়ে জানিয়েছেন তার কথা। মিথিলা বলেন, ‘আমার প্রথম ছবি ‘অমানুষ’ মুক্তি পাচ্ছে। প্রিমিয়ারে থাকতে পারছি না এর জন্য আমার মনটা খুব খারাপ। কারণ, এই মুহুর্তে দেশ থেকে অনেক দূরে আছি। কিন্তু আমি আপনাদের সকলকে অনুরোধ করব ১৭ জুন সবাই হলে আসুন, সিনেমাটি দেখুন এবং আমাদেরকে জানান সিনেমাটি কেমন লাগলো।’মিথিলা আরও বলেন, ‘গতানুগতিক ধারার সিনেমার যে গল্প তার থেকে এই সিনেমার গল্পটি আলাদা। জঙ্গলের ভেতরে একটি ডাকাত দলের গল্প। খুবই এডভেঞ্চারাস।’‘অমানুষ’ সিনেমা নিয়ে কাজী নওশাবা বলেন, ‘আমার নতুন সিনেমা মুক্তি পেতে যাচ্ছে অনেকদিন পর। একটু ভয়ে আছি। আমি আসলে ভাগ্যবান যে এই সিনেমায় ডাকাত চরিত্রটি করতে পেরেছি। যদিও এমন চরিত্র ফুটিয়ে তোলা খুবই কষ্টকর ছিল। টিমের সবাই আমাকে ভীষণ উৎসাহ দিয়েছে। সিনেমাটি নিয়ে দর্শকদের বেশ আগ্রহ দেখেছি। সবাইকে হলে আসার আহ্বান জানাচ্ছি।’‘অমানুষ’ এর শুটিং শুরু হয় ২০২১ সালে। বান্দরবানে প্রথম দিকে কাজ শেষ করে কয়েক দফায় রাঙ্গামাটি, সিলেট, নারায়ণগঞ্জ, ভালুকাসহ দেশের বিভিন্ন স্থানে শুটিং শেষে আগস্টের মাঝামাঝিতে ঢাকায় শুটিং শেষ হয়। সিনেমায় আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডনসহ অনেকেই।
আরও পড়ুন: ব্রিটনির থেকে ১০০ গজ দূরে থাকতে হবে আলেকজান্ডারকে
বিচারকদের প্রতি কোনো অভিযোগ নেই: অ্যাম্বার হার্ড
জায়েদ খান সত্যিই আম্মুকে ডিস্টার্ব করেন: মৌসুমীর ছেলে ফারদিন
২ বছর আগে
অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে আদর-বুবলীর ‘তালাশ’
দেশের ৫৩টি প্রেক্ষাগৃহে শুক্রবার (১৭ জুন) মুক্তি পাচ্ছে ‘তালাশ’। এই সিনেমায় চিত্রনায়িকা শবনম বুবলির বিপরীতে অভিনয় করেছেন নবাগত নায়ক আদর আজাদ। একজন রকস্টারের গল্পকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটির পরিচালক সৈকত নাসির।সিনেমা মুক্তি সামনে রেখে মঙ্গলবার (১৪ জুন) রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনের গণমাধ্যমের মুখোমুখি হন পরিচালক, অভিনেতা, অভিনেত্রী এবং অন্যান্য কলাকুশলীরা।
মুক্তি পেতে যাওয়া প্রথম সিনেমা প্রসঙ্গে আদর আজাদ বলেন, ‘রোমান্টিক প্রেমের গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। যারা ভালোবেসে ব্যর্থ বা সফল হয়েছেন তাদের জন্য ‘তালাশ’। বিশেষ করে তরুণ প্রজন্মদের সিনেমাটি ভালো লাগবে। সুমন চরিত্রে নিজেকে মানিয়ে নেয়া চ্যালেঞ্জিং ছিল। কাজের আগে গ্রুমিং করেছি। সহশিল্পী বুবলি অনেক সাহায্য করেছেন। তার সঙ্গে চমৎকার কাজের অভিজ্ঞতা। এই সিনেমা দিয়ে অবশেষে দীর্ঘ প্রতিক্ষার অবসান হচ্ছে, এই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। সবাই প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি দেখবেন।’
আরও পড়ুন: প্রচারণার জন্য টক শো সাজিয়ে মারামারিবুবলী বলেন, ‘সিনেমার নায়রা চরিত্রটি আমার খুব কাছের। আমি অনেকদিন ধরে এই চরিত্র নিজের মধ্যে ধারণ করেছি। এটি একটি সমসাময়িক গল্পের সিনেমা। সবার ভালোবাসার সিনেমা। যারা প্রেম করেছেন, ভালোবেসেছেন, যারা ভালোবেসে ব্যর্থ কিংবা সফল হয়েছেন এবং যারা মিউজিক ভালোবাসেন তাদের জন্যেই এই সিনেমা।’অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দিত চলচ্চিত্রকার জাকির হোসেন রাজু, শিল্প সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন ও পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন। একই সঙ্গে বুবলী ও আদরসহ সিনেমাটির অন্য শিল্পী ও কলাকুশলীরাও এতে অংশ নেন।ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত ‘তালাশ’ সিনেমার কাহিনি পরিচালকের সঙ্গে যৌথভাবে লিখেছেন আসাদ জামান। এ সিনেমাটিতে পাঁচটি গান রয়েছে। এতে আরও অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ প্রমুখ।
আরও পড়ুন: জায়েদ খান সত্যিই আম্মুকে ডিস্টার্ব করেন: মৌসুমীর ছেলে ফারদিন
২ বছর আগে
আন্তর্জাতিক মুক্তির দিন ঢাকা প্রেক্ষাগৃহে ‘জুরাসিক ওয়ার্ল্ড: ডমিনিয়ন’
১৯৯৩ সালের ১১ জুন মুক্তি পেয়েছিল স্টিভেন স্পিলবার্গের ছবি ‘জুরাসিক পার্ক’। প্রাগৈতিহাসিক, অতিদানবীয়দের পর্দায় দেখে শিহরিত হয়েছিল সবাই। তার পর কেটে গেছে কমবেশি দু’দশক। একে একে মুক্তি পেয়েছে জুরাসিক সিরিজের আরও ৫টি সিনেমা। আর এবার আসতে চলেছে সিরিজের ৬ষ্ঠ ছবি ‘জুরাসিক ওয়ার্ল্ড: ডমিনিয়ন’।
কলিন ট্রেভরো পরিচালিত এ ছবির জন্য দীর্ঘদিন মুখিয়ে আছেন ভক্তরা। সেই অপেক্ষার অবসান ঘটছে এবার। আগামী ১০ জুন মুক্তি পেতে যাচ্ছে কাঙ্খিত ছবিটি। বাংলাদেশের দর্শকদের জন্য সুখবর হলো, আন্তর্জাতিক মুক্তির দিনেই (সেন্সর সাপেক্ষে) ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে জুরাসিক ওয়ার্ল্ড সিরিজের এই নতুন ছবি।
এবারের ছবিতে অভিনয় করেছেন ক্রিস প্র্যাট, ব্রিস ডালাস হাওয়ার্ড, স্যাম নিল, লরা ডার্ন এবং জেফ গোল্ডবাম প্রমুখ।
আরও পড়ুন: হুমকির পর সালমান খানের নিরাপত্তা জোরদার
পুরনো জুরাসিক পার্কের অনেক চরিত্রই নস্টালজিয়া সঙ্গে নিয়ে ফিরেছে এই শেষ অধ্যায়ে। এক সাক্ষাৎকারে পরিচালক কলিন ট্রেভোরো বলেছেন, প্রজন্মগত দৃষ্টিকোণ থেকে এই সিনেমাটি গুরুত্বপূর্ণ। চিত্রনাট্যে, চরিত্রগুলোকে এমন পরিস্থিতিতে ফেলতে সক্ষম হয়েছেন যেখানে তাদের আবার কেবল একসাথে বেঁচে থাকতে হবে না, তবে নিশ্চিত করুন যেন আমরা সবাই ডাইনোসরের মতো বিলুপ্ত হয়ে না যাই।
২০১৮ সালে মুক্তি পেয়েছিল ‘জুরাসিক ওয়ার্ল্ড: দ্য ফলেন কিংডম’। এই ছবিটি ২০১৫ সালে মুক্তি পাওয়া জুরাসিক ওয়ার্ল্ড ছবির সিক্যুয়েল হিসেবে তৈরি করেছিলেন নিবাহী প্রযোজক স্টিভেন স্পিলবার্গ। ভবিষ্যতের জন্য জুরাসিক ওয়ার্ল্ড ট্রিলজির অংশ হিসেবে ২০১৪ সালের প্রথম দিকে এই চলচ্চিত্রটির পরিকল্পনা করা হয়েছিল।
২০২০ সালের ফেব্রুয়ারিতে কানাডায় এর শুটিং শুরু হয়। ২০২০ সালের মার্চ মাসে, কোভিড-১৯ মহামারির কারণে নিরাপত্তা মূলক সতর্কতা হিসেবে এর চিত্রায়ন বন্ধ রাখা হয়েছিল। ২০২০ সালের জুলাই মাসে পুনরায় কাজ শুরু হয়।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে তৃতীয় সপ্তাহের মতো ‘রিকশা গার্ল’
২ বছর আগে