জাইমা রহমান
চাঁপাইনবাবগঞ্জে ডা. মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
চাঁপাইনবাবগঞ্জে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ দুইজনের নামে আদালতে মামলার আবেদন খারিজ হয়েছে। বৃহস্পতিবার সকালে জৈষ্ঠ বিচারিক হাকিম আদালতে এই মামলার আবেদন খারিজ করা হয়।
জৈষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মো. হুমায়ুন কবীর মামলার আবেদনটি খারিজ করেন।
এর আগে বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রবিউল হক দোলন বাদী হয়ে মামলার আবেদন করেন। ফৌজদারী কার্যবিধি আইনের ২০৩ ধারায় এই মামলার আবেদন খারিজ করা হয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে সাবেক প্রতিমন্ত্রী মুরাদসহ ২ জনের বিরুদ্ধে মামলার আবেদনমামলার আইনজীবী অ্যাডভোকেট মোল্লা হাসান শরীফ জানান, বৃহস্পতিবার সকালে বিচারক মামলার আবেদন খারিজ করেন। এ নিয়ে বাদীর সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। এখনও উচ্চ আদালতে মামলার আবেদন খারিজের বিষয়ে রিভিউ করার সুযোগ রয়েছে।মামলার আবেদনে বাদী অভিযোগ করেন, গত ১ ডিসেম্বর এক সাক্ষাতকারে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান উদ্দেশ্যমূলকভাবে জিয়া পরিবার ও ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। যা যে কোনো নারীর জন্য মর্যাদা হানিকর। যা পরবর্তীতে ১ নম্বর আসামি ডা. মুরাদ হাসান তার ভেরিফাইড ফেসবুক পেজে প্রচার ও প্রকাশ করেন।
অভিযোগে তিনি আরও বলেন, দ্বিতীয় আসামি মহিউদ্দিন হেলাল নাহিদ ওরফে নাহিদ হেলাল এই বক্তব্য ধারণ করে ইউটিউবে আপলোড করায় আসামিদের অশালীন মিথ্যাচার ও নারীর প্রতি অবমাননামূলক বক্তব্য মুহূর্তে ছড়িয়ে পড়ে। যে কারণে ক্ষুব্ধ হয়ে আমি মামলাটি করেছি।
আরও পড়ুন: মুরাদের বিরুদ্ধে বরগুনায় মামলা: পিবিআইকে তদন্তের নির্দেশ
২ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জে সাবেক প্রতিমন্ত্রী মুরাদসহ ২ জনের বিরুদ্ধে মামলার আবেদন
সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ দুইজনের নামে চাঁপাইনবাবগঞ্জ মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলার আবেদন করা হয়েছে।
বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রবিউল হক দোলন বাদী হয়ে মামলার আবেদন করেছেন।মামলার আবেদনে বাদী অভিযোগ করেছেন, ১ ডিসেম্বর এক সাক্ষাৎকারে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসান উদ্দেশ্যমূলকভাবে জিয়া পরিবার ও ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। যা যেকোনো নারীর জন্য মর্যাদা হানিকর। যা পরবর্তীতে ডা. মুরাদ হাসান তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে প্রচার ও প্রকাশ করেন।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে মুরাদসহ ২ জনের বিরুদ্ধে মামলাতিনি আরও বলেন, দ্বিতীয় আসামি মহিউদ্দিন হেলাল নাহিদ ওরফে নাহিদ হেলাল এই বক্তব্য ধারণ করে ইউটিউবে আপলোড করায় তা মুহূর্তে ছড়িয়ে পড়ে। যে কারণে আমি ক্ষুব্ধ হয়ে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলার আবেদন দাখিল করেছি।
বাদী অ্যাডভোকেট রবিউল হক দোলন আরও বলেন, সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে দেশের স্বনামধন্য জিয়া পরিবারের প্রতি এমন বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে মামলার আবেদন করেছি। কারণ এসব মন্তব্য অত্যন্ত অপমানজনক, মানহানিকর ও নারী বিদ্বেষী।
আদালতের বিচারক মো.হুমায়ুন কবীর বাদীর জবানবন্দি গ্রহণ করে পরবর্তী আদেশের জন্য রেখেছেন।
আরও পড়ুন: সিলেটে মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
৩ বছর আগে
ঠাকুরগাঁওয়ে মুরাদসহ ২ জনের বিরুদ্ধে মামলা
সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ দুইজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আমলি আদালতে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনতাজুল হক এই মামলা করেন।
জিয়া পরিবার ও তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে তিনি এই মামলার আবেদন করেন।
এ মামলার আরেক আসামি হলেন,অনলাইন প্ল্যাটফর্মে মুরাদ হাসানের সাক্ষাৎকার নেয়া ইউটিউবার মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ ওরফে নাহিদ হেলাল।
আরও পড়ুন: চাঁদপুরেও ডা. মুরাদের বিরুদ্ধে মামলা
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ১ ডিসেম্বর তথ্য প্রতিমন্ত্রী থাকা অবস্থায় ডা. মুরাদ হাসান ইউটিউবার নাহিদ হেলালকে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দৌহিত্রী জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। তার বক্তব্য ও উপস্থাপকের আচরণ অশালীন, নারীবিদ্বেষী ও নারীর প্রতি অবমাননামূলক। তাদের সেই সাক্ষাৎকার ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। নারীর প্রতি বিদ্বেষপূর্ণ ও অবমাননাকর কাজ করার অপরাধে এ মামলা করা হয়েছে।
জাইমা বর্তমানে যুক্তরাজ্যে আইন পেশার সঙ্গে যুক্ত আছেন। ফলে সামাজিক প্ল্যাটফর্মে ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে আসামিরা তার বিরুদ্ধে মানহানিকর,অপমানজনক বক্তব্য ভিডিও ছেড়ে দিয়ে গর্হিত অপরাধ করেছেন বলে আইনজীবী উল্লেখ করেন।
আরও পড়ুন: মাত্র এক সপ্তাহে যেভাবে বদলে গেলো মুরাদের জীবন!
৩ বছর আগে
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে পঞ্চগড়ে মামলা
জিয়া পরিবার ও তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান সর্ম্পকে কুরুচিপূর্ণ, নারী বিদ্বেষী এবং মর্যাদা হানিকর ভাষা ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের অভিযোগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে পঞ্চগড়ে একটি মামলা করা হয়েছে। মামলায় চট্টগ্রামের হালিশহরের মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নামের একজনকে দুই নম্বর আসামি করা হয়েছে।
রবিবার পঞ্চগড়ের মুখ্য বিচারিক হাকিম আদালতে পঞ্চগড় জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও পঞ্চগড় আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল বাদি হয়ে বাংলাদেশ দণ্ডবিধির ১৫৩ এর ক, ৫০৫ এর ক ও ৫০৯ ধারায় মামলাটি করেন।
আরও পড়ুন: এবার মুরাদের বিরুদ্ধে সুনামগঞ্জে মামলার আবেদন
বিচারক হুমায়ূন কবির সরকার এই মামলার শুনানি করেছেন। আদালতে বাদী তার আবেদনের পক্ষে বক্তব্য দিয়েছেন। এসময় জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অর্ধশত আইনজীবী শুনানিতে উপস্থিত ছিলেন।
মামলার বাদী পঞ্চগড় জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও পঞ্চগড় আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল বলেন, আদালতে বাদী হিসেবে মামলার পক্ষে জবানবন্দি দিয়েছি। আদালত জবানবন্দি রেকর্ড করেছে। মামলার পক্ষে অর্ধশত আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন। মামলার সাক্ষী আছে, এছাড়া এ সংক্রান্ত ভিডিও ও স্থির চিত্র আদালতে পেশ করা হয়েছে।
আরও পড়ুন: সিলেটে মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
এবার বরিশালে মুরাদের বিরুদ্ধে মামলা
৩ বছর আগে
মুরাদের বিরুদ্ধে সিলেটে মামলা, শুনানি ১৫ ডিসেম্বর
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে কটুক্তি করার অভিযোগে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে সিলেটে আইসিটি আইনে মামলা করা হয়েছে।
ট্রাইব্যুনালের বিচারক আবুল কাশেম মামলাটি আমলে নিয়ে ১৫ ডিসেম্বর পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন।
রবিবার সিলেটের সাইবার ট্রাইব্যুনালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিলেটের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তানভীর আক্তার খান বাদী হয়ে এ মামলা করেন। একই দিন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় সংগঠনটি।
আদালত সূত্রে জানা গেছে, মুরাদ হাসানের কুরুচিপূর্ণ ও অশ্লীল ভাষায় নারী বিদ্বেষমূলক বক্তব্যের কারণে বিচার চেয়ে এ মামলা করা হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে মুরাদ হাসান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘জারজ’ আখ্যা দেন এবং তারেকের মেয়ে জাইমা রহমান প্রতি রাতে একজন কালো মানুষের সঙ্গে ছাড়া ঘুমাতে পারেন না বলে অভিযোগ করেন। তার অশালীন মন্তব্য সম্বলিত বেশ কয়েকটি অডিও ও ভিডিও গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এছাড়া অভিনেতা ইমন ও অভিনেত্রী মাহিয়া মাহির সঙ্গে তার দুই বছর আগের একটি ফোনালাপ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই অডিও ক্লিপে তিনি অভিনেত্রীকে ‘অপমানজনক মন্তব্য’, হুমকি এবং অশালীন প্রস্তাব দিয়েছিলেন।
সোমবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি অবমাননাকর মন্তব্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুরাদ হাসানকে মঙ্গলবারের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেছেন।
পরে ব্যক্তিগত কারণ দেখিয়ে মঙ্গলবার পদত্যাগপত্র জমা দেন তিনি।
আরও পড়ুন: কানাডা ও আমিরাতে ঢুকতে না পেরে দেশে ফিরলেন মুরাদ
মুরাদের বিরুদ্ধে খুলনায় মামলার আবেদন, শুনানি মঙ্গলবার
৩ বছর আগে
মুরাদের বিরুদ্ধে খুলনায় মামলার আবেদন, শুনানি মঙ্গলবার
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানের বিরুদ্ধে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও ইউটিউবার মহিউদ্দিন হেলাল নাহিদের (নাহিদ রেইন্স) বিরুদ্ধে খুলনায় করা মামলা গ্রহণ করেছেন আদালত। এছাড়া এ মামলার আবেদনের শুনানির দিন মঙ্গলবার ধার্য করেছেন আদালত।
রবিবার খুলনা সাইবার ট্রাইব্যুনাল আদালতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, খুলনার সাধারণ সম্পাদক অ্যাড. মোল্লা গোলাম মওলা এ মামলার আবেদন করেন।
অভিযোগে বলা হয়, সিবিএমের উপস্থাপক নাহিদের নেয়া সাক্ষাৎকারে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ, অশ্লীল ভাষায় নারী বিদ্বেষী বক্তব্য দেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দীয় আহ্বায়ক কমিটির সদস্য মো. আনিসুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতের বেঞ্চ সহকারী দিপন কুমার মন্ডল জানান, আবেদন গ্রহণ করা হয়েছে। আগামী মঙ্গলবার আবেদনের ওপর শুনানি হবে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে মুরাদ হাসান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘জারজ’ আখ্যা দেন এবং তারেকের মেয়ে জাইমা রহমান প্রতি রাতে একজন কালো মানুষের সঙ্গে ছাড়া ঘুমাতে পারেন না বলে অভিযোগ করেন। তার অশালীন মন্তব্য সম্বলিত বেশ কয়েকটি অডিও ও ভিডিও গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এছাড়া অভিনেতা ইমন ও অভিনেত্রী মাহিয়া মাহির সঙ্গে মুরাদের দুই বছর আগের একটি ফোনালাপ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেই অডিও ক্লিপে তিনি অভিনেত্রীকে ‘অপমানজনক মন্তব্য’, হুমকি এবং অশালীন প্রস্তাব দিয়েছিলেন।
সোমবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক অবমাননাকর মন্তব্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুরাদ হাসানকে মঙ্গলবারের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেছেন।
পরে ব্যক্তিগত কারণ দেখিয়ে মঙ্গলবার পদত্যাগপত্র জমা দেন তিনি।
৩ বছর আগে